কোহলি ও রাহানের ব্যাটে লড়াইয়ে রইলো ভারত! WTC ফাইবালের পঞ্চম দিনে হবে কি অসাধ্য সাধন?

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অস্ট্রেলিয়ার দেওয়া ৪৪৪ রানের লক্ষ্য দাড়া করতে নেমে বেশ কিছুটা বেকায়দায় পড়ে গিয়েছে ভারতীয় দল। বিতর্কিতভাবে শুভমান গিলকে হারানোর পর রোহিত শর্মা (Rohit Sharma) এবং চেতেশ্বর পূজারাও (Cheteshwar Pujara) বাজে শট খেলে আউট হয়েছেন। চতুর্থ দিনের শেষে বিরাট কোহলি (Virat Kohli) এবং অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) লড়াই করছেন। কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের (WTC Final) মতো বড় ম্যাচে ৪৪৪ রানের লক্ষ্য এবার একটু বেশি বড় বলে মনে হচ্ছে সকলের। অনেকেরই মনে পড়ে যেতে পারে ২০২১ সালের গাব্বা টেস্ট। সেদিন রিশভ পন্থ অসাধ্য সাধন করেছিলেন। এখন তিনি দলে নেই। তার বদলে কাল কে নতুন মহাকাব্য লিখবেন সেই নিয়ে উঠছে প্রশ্ন।

ভারতীয় দল যে এই জায়গায় লড়াইটা নিয়ে যেতে পেরেছে তার পেছনে একটা বড় কারণ হলো প্রথম ইনিংসে রাহানে এবং শার্দূল ঠাকুরের মধ্যে ১০৯ রানের একটি পার্টনারশিপ। প্রথমদিকে অস্ট্রেলিয়ার বোলারদের বেশ কয়েকটি সুযোগ দিলেও শেষ পর্যন্ত ৫১ রানের একটি অতি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন ঠাকুর। ৮৯ রান করে ভারতকে চরম বিপদ থেকে রক্ষা করেছিলেন অজিঙ্কা। রাহানে এবং ঠাকুরের দুই হাফ সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ২৯৬ রান তুলেছিল ভারত।

তারপর অস্ট্রেলিয়া আজ অ্যালেক্স ক্যারি (৬৬) এবং মিচেল স্টার্কের (৪১) ব্যাটে ভর করে ভারতীয় বোলারদের বেশ কিছুক্ষণ নিষ্ক্রিয় করে রাখে। কিন্তু শেষপর্যন্ত ২৭০ রান তুলে তারা ইনিংস ডিক্লেয়ার করে দেয়। ভারত এর আগে টেস্টে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ সফল রান তাড়া করেছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ১৯৭৬ সালে তারা ৪০৩ রান তাড়া করে ম্যাচ জিতেছিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জিততে গেলে নতুন ইতিহাস লিখতে হবে কোহলিদের।

রান তাড়া করতে নেমে আগ্রাসীভাবে শুরু করেছিলেন গিল ও রোহিত। কিন্তু ১৮ রানের ব্যক্তিগত স্কোরে একটি বিতর্কিত সিদ্ধান্তে বোল্যাণ্ডের শিকার হয়ে ড্রেসিংরুমে ফেরেন শুভমান। রোহিত শর্মা অসাধারণ ব্যাটিং করছিলেন। কিন্তু ৪৩ রানের ব্যক্তিগত স্কোরে লিয়নকে সুইপ মারতে গিয়ে এলবিডব্লিউ হন তিনি।

২৭ রান করার পর অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন শট খেলতে গিয়ে কামিন্সের শিকার হয়ে ফেরেন পূজারা। এরপর অস্ট্রেলিয়ার বোলারদের চতুর্থ দিনের জন্য রুখে রাখেন বিরাট কোহলি এবং অজিঙ্কা রাহানে। দিনের শেষে কোহলি ৪৪ রানে এবং রাহানে ২০ রানে অপরাজিতা রয়েছেন। জয়ের জন্য এখনো ২৮০ রান বাকি ভারতের। এই মুহূর্তে ম্যাচে খুব সামান্য হলেও এগিয়ে অস্ট্রেলিয়া। আগামীকাল যদি প্রথম ঘণ্টায় বিরাট কোহলি এবং রাহানে উইকেট না দেন তাহলে আবার ম্যাচে ফিরবে ভারত। দুজনেই বেশ কিছু দৃষ্টিনন্দন শট খেলেছেন। এখনো জাদেজা এবং শার্দূলের ব্যাটিং বাকি আছে। ফলে সবকিছু যে শেষ হয়ে গেছে এখনই এমনটা বলা যায় না।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর