অ্যাডিলেডের ধারা মেনেই সফল কোহলি! ভারতকে ১৬৮ অবধি পৌঁছে দিল হার্দিকের ঝোড়ো ইনিংস

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আরও একটা আইসিসি টুর্নামেন্টের নকআউট পর্যায়ে আরো একবার ব্যাট হাতে ব্যর্থ রোহিত শর্মা ও লোকেশ রাহুল। গুরুত্বপূর্ণ ম্যাচে আজ আরও একবার ব্যর্থ হলেন ভারতের ওপেনাররা। টসে জিতে যখন ভারতীয় দলকে প্রথমে ব্যাটিং করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার তখন একটা ব্যাপার স্পষ্ট ছিল যে জিততে গেলে ভারতকে বড় রান তুলতে হবে। সেই লক্ষ্যে যে ভারত পুরোপুরি সফল হলো না তার সবচেয়ে বড় কারণ হলো রোহিত এবং রাহুলের ব্যাট হাতে ব্যর্থতা।

রাহুল ৫ ও রোহিত ২৮ বলে ২৭ টান করে আউট হওয়ার পর সকলের নজর ছিল সূর্যকুমার যাদবের দিকে। বর্তমানে ব্যথাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন এই তারকা। শুরু করেছিলেন নিজের পরিচিত ছন্দে। কিন্তু টানা লেগ স্পিনারদের দিয়ে বল করিয়ে তাকে দ্রুত ফেরানোর ইংল্যান্ডের পরিকল্পনা কাজে লেগে যায়। মাত্র ১৪ রান করে আউট হন তিনি।

এরপর দীর্ঘক্ষণ ক্রিজে থাকা বিরাট কোহলি চেয়েও উল্টো দিক থেকে উইকেট হারানোর কারণে আগ্রাসী হতে পারছিলেন না। দুর্দান্ত বোলিং করেছিলেন ইংল্যান্ডের দুই স্পিনার লিভিংস্টোন এবং আদিল রশিদ। তাদের সামনে বেশি ঝুঁকি নিতে পারেননি বিরাট এবং হার্দিক।

কিন্তু মাঠটা ছিল অ্যাডিলেডের। আর অডিলেডের মাঠ মানেই বিরাট কোহলির ব্যাট থেকে আসবে প্রত্যাশিত সাফল্য। সেই ধারামে নেই আজকে ৪টি চার এবং একটি ছক্কা সহ ৪০ বলে ৫০ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে জর্ডনের শিকার হয়ে ড্রেসিংরুমে ফেরেন বিরাট।

কিন্তু আসল কাজটা করেন হার্দিক পান্ডিয়া। ১৭ তম ওভার থেকেই ব্যাটিংয়ের গিয়ার পাল্টে ফেলেছিলেন হার্দিক। শেষ ৪ ওভারে ৫৮ রান তোলে ভারতীয় দল যার বেশিরভাগটাই এসেছিল হার্দিকের ব্যাট থেকে। ৩৩ বলে ৬৩ রানের একটি অসাধারণ ইনিংস খেলে শেষ বলে হিট উইকেট হয়ে আউট হন তিনি। সেই বলটিতে চার মারলেও ওই রানগুলি কাউন্ট হয় না। ২০ ওভারে ১৬৮ রান তুলেছে ভারত। ৩টি উইকেট পেলেও আজ ফর্মে থাকা মার্ক উডের চোটের কারণে দলে আসা ক্রিস জর্ডন নিজের চার ওভারে ৪৩ রান দেন।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর