বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ ভারতীয় দল (Indian Cricket Team) বিশ্বকাপে (2023 ODI World Cup) নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নেমেছে। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী নিউজিল্যান্ড। রোহিত শর্মা (Rohit Sharma) টসে জেতার পর ভারতীয় দলের হয়ে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। মহম্মদ শামির অসাধারণ বোলিং সত্ত্বেও ড্যারেল মিচেল (১৩০) ও রাঁচিন রবীন্দ্রর (৭৫) ব্যাটে ভর করে বিরাট কোহলিদের (Virat Kohli) সামনে জয়ের জন্য ২৭৪ রানের টার্গেট খাড়া করতে পেরেছিল কিউয়িরা। কিন্তু তাতে শেষপর্যন্ত লাভ হলো না। বুমরা ও সিরাজের কৃপণ বোলিং ম্যাচে যেন তফাৎ গড়ে দিলো।
সেই রান তাড়া করতে নেমে প্রতি ম্যাচের মতোই অত্যন্ত আগ্রাসী ভাবে ব্যাটিং শুরু করেছিলেন রোহিত শর্মা ও শুভমান গিল। কিন্তু প্রথম ১০ ওভার শেষ হতেই লকি ফার্গুসন আক্রমণে এসে দুই ওপেনারকেই ড্রেসিংরুমে ফেরত পাঠান। কিন্তু এখান থেকে ম্যাচের হাল ধরে নেন বিরাট কোহলি। লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে তিনি এগোচ্ছিলেন। রাহুল চলতি টুর্নামেন্টে প্রথমবার আউট হন আজকে ব্যক্তিগত ২৭ রানের স্কোরে। এরপর সূর্যকুমার যাদব বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন কিন্তু বিরাট কোহলির ভুল কলেই তাকে রান আউট হয়ে ফিরতে হয়।
এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতকে জয় এনে দেওয়ার পুরো দায়িত্বটাই বিরাট কোহলির কাঁধে ছিল। খুব একটা কঠিনও ছিল না বিষয়টি। প্রয়োজন ছিল ধৈর্য ধরে ক্রিজে সময় কাটানোর। আর সেই কাজটা করতে করতেই পাকিস্তানের মহম্মদ রিজওয়ান (২৯৪*) এবং রোহিত শর্মাকে (৩১১*) টপকে আপাতত চলতি বিশ্বকাপের টপ স্কোরার হয়ে যান বিরাট।
আজ গোটা টুর্নামেন্টে অপরাজিত থাকা লোকেশ রাহুল ২৭ রান করে আউট হন। নিজের প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলতে না বা সূর্যকুমার যাদব, বিরাট কোহলির ভুল কলের কারণেই রান আউট হন। কিন্তু কোহলির উপর এই ঘটনাগুলোর কোন প্রভাব পড়েনি। রবীন্দ্র জাদেজাকে সঙ্গী করে তিনি ম্যাচ ফিনিশ করার দিকে এগিয়ে যান। বাংলাদেশ ম্যাচের মতো এই ম্যাচেও শেষ দিকে গিয়ে অনেকগুলি বল বাকি থাকা অবস্থায় নিজের শতরান পূর্ণ করার জন্য নির্দিষ্ট প্ল্যানিং করে ব্যাটিং করেন কোহলি। দলের জয় নিয়েও কোনও সংশয় ছিল না ফলে আপত্তির কোন জায়গা থাকে না। তিন ওভার বাকি থাকাকালীন ভারতীয় দল কত তাড়াতাড়ি জিতবে তার চেয়ে বিরাট কোহলি শত রান পাবে কিনা সেই নিয়ে বেশি আগ্রহ দেখা যায় এই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচেও।
কিন্তু শেষপর্যন্ত তাকে ম্যাট হেনরির কাছে হার মানতে হয় তাকে। ১০৪ বলে আটটি চার এবং দুটি ছক্কা সহ ৯৫ রান করে আউট হন তিনি। শেষপর্যন্ত জাদেজা ৪৪ বলে ৩৯ রান করে ২০১৯ সালের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলকে জেতাতে না পারার যে আক্ষেপ যাদের যাদের মনে ছিল তা যেন আজ কিছুটা মিটিয়ে নিলেন তিনি। ২ ওভার বাকি থাকতেই ম্যাচের ফল নির্ধারিত হয়ে যায়। কোহলি ৯৫ করলেও নিজের প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করে ম্যাচের সেরা শামি।