বাংলা হান্ট নিউজ ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে ভারত। ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই জস বাটলারদের টেক্কা দিয়েছেন রোহিত শর্মারা। কিন্তু তার পরেও দ্বিতীয় ম্যাচে প্রথম একাদশে বেশ কয়েকটি পরিবর্তন ঘটবে। বেশকিছু ক্রিকেটারকে তারা প্রথম ম্যাচে ভদ্রস্থ পারফরম্যান্স করার পর দ্বিতীয় ম্যাচে বাইরে বসতে বাধ্য হবেন। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দলে ফিরছেন শ্রেয়স আইয়ার, বিরাট কোহলি, রিশভ পন্থ, যশপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাদেজা। এদের মধ্যে প্রত্যেকে না হলেও বিরাট কোহলির প্রথম একাদশে ফেরা প্রায় নিশ্চিত।
আজ মাঠে ফেরা বিরাট কোহলি এবং ভারত অধিনায়ক রোহিত শর্মা একটি রেকর্ডের পেছনে ছুটবেন। দুজনেই যদি কিছুটা সময় ক্রিজে অতিবাহিত করতে পারেন তাহলে দুজনেই এই রেকর্ডটি একসাথে অর্জন করতে পারেন। এই মুহূর্তে ১২৬ টি টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় জার্সি গায়ে চাপিয়েছেন রোহিত। তার চেয়ে একটু কম ৯২ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বিরাট। দুজনেরই দেশের জার্সিতে টি টোয়েন্টি চারের সংখ্যা ২৯৮। আজ বিশ্বের দ্বিতীয় এবং তৃতীয় খেলোয়াড় হিসেবে ৩০০টি চারের মাইলফলক ছুঁতে পারেন।
এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৩০০ চার মারার রেকর্ড রয়েছে আয়ারল্যান্ডের তারকা ব্যাটার পল স্টার্লিংয়ের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০৪টি ম্যাচ খেলে ৩২৫টি চার মারার রেকর্ড রয়েছে তার। তাকে ছুঁতে অবশ্য আরও কয়েকটি ম্যাচ সময় লাগবে দুই ভারতীয় তারকার।
দ্বিতীয় ও তৃতীয় টি টোয়েন্টি ম্যাচের স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, শ্রেয়স আইয়ার, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), রিশভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিশ্নই, যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, হর্ষল প্যাটেল, উমরান মালিক
দ্বিতীয় ম্যাচের সম্ভাব্য একাদশ:
রোহিত শর্মা, ঈশান কিষান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, হর্ষল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরা, যুজবেন্দ্র চাহাল