আজ থেকে শুরু হওয়া অজিদের বিরুদ্ধে T-20 সিরিজে একাধিক রেকর্ড ভাঙতে চলেছেন রোহিত এবং কোহলি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ আর আধঘন্টা পর থেকেই শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজের গুরুত্ব অপরিসীম। এই সিরিজ জয়ের জন্য যে দুজন ক্রিকেটারের ওপর সবচেয়ে বেশি ভারতীয় দল নির্ভর করছে তারা হলেন বহু যুদ্ধের নায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি। এই মুহূর্তে ভারতীয় দলের সবচেয়ে ভালো ফর্মে রয়েছে এই অভিজ্ঞ তারকারা। অজিদের বিরুদ্ধে এই সিরিজেই বেশ কয়েকটি রেকর্ড ভেঙে দিতে পারেন দুজনেই। দেখে নেওয়া যাক কোন কোন রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন রোহিত এবং বিরাট।

rohit sharma w

   

প্রথমেই বলে নেওয়া যাক ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মার কথা। এই মুহূর্তে রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেটে টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি ছক্কা মারার তালিকায় দুই নম্বরে রয়েছেন। তার আগে রয়েছেন শুধুমাত্র নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপ্টিল। কিছুদিন আগেই কিউয়ি ওপেনারের রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে ৩৫০০ রানের গণ্ডি ছুঁয়েছেন হিটম্যান। আর মাত্র দুটি মক্কা মারলেই তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ ছক্কার মালিক হয়ে যাবেন। এইমুহূর্তে এই ফরম্যাটে তার ছক্কা সংখ্যা ১৭১। মার্টিন গাপ্টিলের নামের পাশে রয়েছে ১৭২টি ছয়।

kohli 71st

অপরদিকে বিরাটের কথা বলতে গেলে এটা জানিয়ে রাখা দরকার যে এই মুহূর্তে বিরাট কোহলি, রোহিত শর্মার পরে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক। কিছুদিন আগেই আফগানিস্তানের বিরুদ্ধে কেরিয়ারের ৭১ তম আন্তর্জাতিক এবং টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথম শতরান পেয়েছেন তিনি। তিনি মূলত দুটি রেকর্ড ভাঙার সুযোগ পাবেন চলতি সিরিজে।

১. বিরাট কোহলির এই মুহূর্তে সব রকমের টি-টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে রান সংখ্যা ১০,৯০২। আর ৯৮ রান করলেই প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ১১,০০০ টি-টোয়েন্টি রানের মালিক হয়ে যাবেন ৩৩ বছর বয়সী প্রাক্তন ভারতীয় অধিনায়ক।

২. এইমুহূর্তে ২৪০০২ রান করে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটের তৃতীয় সর্বোচ্চ রান স্কোরার কোহলি। আরে সামনে রয়েছে সচিন টেন্ডুলকারের এবং রাহুল দ্রাবিড়। সচিনের রানসংখ্যা এখনো বিরাটের থেকে অনেকটাই দূরে তবে চলতি সিরিজে আর মাত্র ৬২ রান করলেই রাহুল দ্রাবিড়ের ২৪০৬৪ রানের গণ্ডি টপকে ভারতীয় দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক রান সংগ্রাহকে পরিণত হবেন তিনি।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর