বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্বকাপ (2023 ODI World Cup) যতই এগিয়ে আসছে ততই সমস্ত দলগুলিকে নিয়ে কৌতুহল বাড়ছে ক্রিকেট ভক্তদের। কে কতটা এগিয়ে রয়েছে, কাদের প্রস্তুতি কতটা সঠিকভাবে হচ্ছে বা কোনও দলের কাছে কোনও নির্দিষ্ট ক্রিকেটারের গুরুত্ব কতটা, এই বিষয়গুলি নিয়ে জোর জল্পনা চলছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। এরই মধ্যে এবার ভারতীয় দল (Indian Cricket Team) এবং বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় কোচ গ্রেগ চ্যাপেল (Greg Chappell)।
কি বললেন প্রাক্তন ভারতীয় কোচ?
মূল বিশ্বকাপ টুর্নামেন্ট আরম্ভ হওয়ার আগে ভারতের বিরাট কোহলির প্রশংসায় মেতেছেন গ্রেগ চ্যাপেল। তিনি প্রাক্তন ভারতীয় অধিনায়কের প্রসঙ্গে বলেছেন, “বিরাট একজন চ্যাম্পিয়ন প্লেয়ার। সে ভারতের জন্য বড় ম্যাচ জিতেছে। সে সবসময় ভারতের জন্য প্রতিটি টুর্নামেন্টে পারফর্ম করতে চায়।”
বিরাট বনাম পাকিস্তান:
এখানেই শেষ নয়। ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কহলে যেভাবে ব্যাটিং করেছেন সেই বিষয়টির প্রশংসা করেছেন প্রাক্তন ভারতীয় কোচ। তিনি বলেছেন গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলি যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে ব্যাটিং করেছেন তা প্রতিটা মানুষের কাছে শিক্ষণীয় এবং বিরাট কোহলি যেন প্রদর্শনীতে নেমেছিলেন।
আরও পড়ুন: বিশ্বকাপের আগে কোহলিকে সাফল্যের মন্ত্র শোনালেন সৌরভ! বিরাট কি মানবেন?
পিছিয়ে নেই স্মিথও:
ঘরের মাটিতে বিশ্বকাপে বিরাট কোহলি অনেক রান করবেন, এই বিষয়টা স্বীকার করে নেওয়ার পর নিজের দেশের তারকা ক্রিকেটার স্টিভ স্মিথের প্রসঙ্গ তুলেছেন চ্যাপেল। তিনি মনে করেন যে টেস্ট ফর্মা কে মূলত বিশেষজ্ঞ ক্রিকেটার হলেও ওডিআই ফরম্যাটেও এই বিশ্বকাপে সফল হবেন এই প্রজন্মের সেরা অজি ব্যাটার।
আরও পড়ুন: কাঠ নয়, আসন্ন বিশ্বকাপে মাঠে নামার আগে বিরাট কোহলির হাতে থাকবে হীরের ব্যাট! মূল্য ১০ লক্ষ টাকা
সতর্ক থাকুক ভারত:
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়েই চেন্নাইয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান আরম্ভ করবে রোহিত শর্মার ভারতীয় দল। তার আগে স্টিভ স্মিথকে নিয়ে সাবধানবাণী শুনিয়ে রাখলেন চ্যাপেল। প্রাক্তন অধি অধিনায়ক নিজের ব্যাটিংয়ে কিছু পরিবর্তনে এনেছেন এবং এখন তিনি ওডিআই ফরম্যাটেও অনেকটাই কার্যকরী বলে জানিয়ে দিয়েছেন প্রাক্তন ভারতীয় কোচ। বিশ্বকাপের আগে এটা যেন একটা সতর্কবাণী ছিল ভারতের উদ্দেশ্য।