ভক্তদের তাদের নিয়ে ছিল অত্যন্ত বড় প্রত্যাশা! কিন্তু চলতি সিরিজে সকলকে হতাশ করেছেন স্মিথ ও কোহলি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি বর্ডার-গাভাস্কার ট্রফির (Border-Gavaskar Trophy) লড়াই শুরু হওয়ার আগে সকলেই প্রত্যাশা করেছিলেন যে এই সিরিজে বড় তারকারা জ্বলে উঠবেন। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথকে (Steve Smith) নিয়ে অনেক ক্রিকেটপ্রেমীদেরই বড় আশা ছিল। কিন্তু দুজনেই চূড়ান্ত হতাশ করেছেন নিজের নিজের সমর্থকদের। দলের জয় বা পরাজয়ে বড় কোনও ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছেন দুজনেই।

চলতি বর্ডার-গাভাস্কার ট্রফিতে এখনো অবধি দুজনেই তিনটি ম্যাচে ব্যাটিং করে ফেলেছেন কিন্তু একবারও কোনও বড় ইনিংস খেলতে পারেননি। রোহিত শর্মা, উসমান খাওয়াজার মত তারকারা যাদের নিয়ে সাধারণত কোনও আশা থাকে না সমর্থকদের মধ্যে, তারা প্রত্যাশর চেয়ে ভালো পারফরম্যান্স করে দিয়েছেন। কিন্তু বিরাট এবং স্মিথ ব্যর্থ হয়েছেন।

kohli vs bangladesh

বিরাট কোহলি এই সিরিজ এখনো অবধি তিনটি ম্যাচের মধ্যে চারটি ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন। এই চার ইনিংসে তিনি মাত্র ৯৮ রান করতে পেরেছেন। বেশ কয়েকবার তিনি সেট হয়ে গিয়েও নিজের উইকেট খুঁইয়ে এসেছেন। ইন্দোর টেস্টের প্রথম ইনিংসেও তিনি সেট হয়ে গিয়েও মাত্র ২২ রান করে আউট হন।

Steve Smith

অপরদিকে স্টিভ স্মিথের অবস্থা আরো খারাপ। গতবার অর্থাৎ ২০১৭ সালে যখন অধিনায়ক হিসেবে স্মিথ ভারত সফরে এসেছিলেন তখন রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিলেন ভারতীয় দলকে। সামনে থেকে পারফরম্যান্স করে নেতৃত্ব দিয়েছিলেন অজিদের। কিন্তু এই তিনটি ম্যাচ হইলে এখন অবধি পাঁচটি ইনিংস খেলে তার রান সংখ্যা মাত্র ৯৭।

ইন্দোর টেস্টে আপাতত অস্ট্রেলিয়া কিছুটা হলেও এগিয়ে রয়েছে প্রথম দিনের খেলার শেষে। তবে পিচের যা অবস্থা তাতে এই ম্যাচ তিন দিনের বেশি গড়াবে না। সেক্ষেত্রে বিরাট কোহলি এবং স্টিভ স্মিথ দুজনেই আবার ব্যাটিং করার সুযোগ পাবেন। এখনো পর্যন্ত তাদের সমর্থকরা পুরোপুরি হতাশ। সিরিজের এই অতি গুরুত্বপূর্ণ মুহূর্তে দুজনের মধ্যে কেউ একজন কি জ্বলে উঠতে পারবেন।


Reetabrata Deb

সম্পর্কিত খবর