টুইট করে কোহলির কাছে বাকি টাকা চাইলেন সুনীল ছেত্রী, উপযুক্ত জবাব দিলেন কোহলিও

বাংলা হান্ট ডেস্কঃ ভারত অধিনায়ক বিরাট কোহলি নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে মঙ্গলবার একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওতে দেখা যায় ফাঁকা মাঠে বিরাট ঝালিয়ে নিচ্ছেন ফ্রি কিক স্কিল। সেই ভিডিওতে দেখা যায় গোলের উদ্দেশ্যে একটি দুর্দান্ত ফ্রি-কিক মারেন কোহলি কিন্তু বলটি ক্রসবারে লেগে ফিরে আসে। অল্পের জন্য গোল হওয়া থেকে রক্ষা পায়।

অল্পের জন্য ক্রসবারে লেগে গোল না হওয়ায় কোহলি নিজেই হেসে ফেলেন। আর তাই নিজের ব্যর্থতা ঢাকতে কার্যত মজার ছলেই ক্যাপশনে কোহলি লিখেছেন, ”ক্রসবার চ্যালেঞ্জ ছিল।”
কোহলির পোস্ট করা এই ভিডিও দেখার পরে সোশ্যাল মিডিয়ায় তার ভক্তরা সকলকেই শুভেচ্ছা জানিয়েছেন। কোহলির প্রশংসা করে কমেন্ট করেছেন তার সতীর্থ কুলদীপ যাদব এবং আইএসএল ফ্র্যাঞ্চাইজি এফসি গোয়া।

https://twitter.com/chetrisunil11/status/1397205751328821264?s=20

কোহলির পোস্ট করা এই ভিডিও নিয়ে মজা করতে ছাড়েননি ভারতীয় জাতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীও। তিনি কোহলির এই টুইটের রি-টুইট করে লিখেছেন, “পুরো কোচিং সেশনের একটাই বিল পাঠাবো নাকি সহজ কিস্তিতেই মেটাবে চ্যাম্প?” যার উত্তরে কোহলি বলেছেন, “তুমি ঠিকই বলেছো! তবে এই ভিডিও দেখে মজা করো।”
উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি এবং ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী একে অপরের খুবই ভালো বন্ধু।

Udayan Biswas

সম্পর্কিত খবর