মুখে জয় শ্রী রাম ধ্বনি! লন্ডনে কীভাবে সময় কাটাচ্ছেন বিরুষ্কা? জানলে ধন্য ধন্য করবেন

বাংলা হান্ট ডেস্কঃ T-20 বিশ্বকাপ জয়ের পরেই লন্ডন পাড়ি দিয়েছেন বিরাট কোহলি। সেখানে স্ত্রী অনুষ্কা শর্মা (Virat Kohli-Anushka Sharma) এবং দুই সন্তানের সঙ্গে সময় কাটাচ্ছেন তারকা ক্রিকেটার। গোটা দেশ যখন অনন্ত-রাধিকার বিয়ে নিয়ে ব্যস্ত, বিরুষ্কা তখন লাইমলাইট থেকে দূরে কীর্তনে অংশ নিয়েছেন। সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে তারকাজুটির ভিডিও।

লন্ডনে কীর্তনে মজেছেন বিরাট-অনুষ্কা (Virat Kohli-Anushka Sharma)

কয়েকদিন আগে উইম্বলডনের ম্যাচ দেখতে গিয়েছিলেন কোহলি দম্পতি। এবার কীর্তনে মজলেন তাঁরা। সম্প্রতি বিরাটের একটি ফ্যান পেজের তরফ থেকে তারকাজুটির একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একটি কীর্তন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বিরাট-অনুষ্কা। সেই অনুষ্ঠানে বসে তাঁদের জয় শ্রী রাম ধ্বনি দিতে দেখা যায়।


তারকা দম্পতির এই ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘লন্ডনের একটি কীর্তনে আধ্যাত্মিক পরিবেশে উপভোগ করছেন বিরাট-অনুষ্কা। ভীষণ সুন্দর’। সংশ্লিষ্ট নেটিজেন এই পোস্ট করা মাত্রই তা হু হু করে সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। সেখানে একের পর এক কমেন্ট করতে শুরু করেন নেটাগরিকরা।

আরও পড়ুনঃ স্কুল জীবনের বন্ধু, ১০ বছরের প্রেম! সিনেমাকেও হার মানায় শ্রেয়া ঘোষালের প্রেম কাহিনী

উল্লেখ্য, T-20 বিশ্বকাপ জয়ের পরেই এই ফরম্যাট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন বিরাট (Virat Kohli)। এখন শুধুমাত্র টেস্ট এবং ওডিআই ম্যাচ খেলবেন তিনি। বর্তমানে অবশ্য ক্রিকেট থেকে সাময়িক ছুটি নিয়েছেন এই তারকা ক্রিকেটার। লন্ডনে অনুষ্কা (Anushka Sharma), ভামিকা এবং অকায়ের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত তিনি।

Virat Kohli-Anushka Sharma Kirtan

শোনা যাচ্ছে, ক্রিকেট থেকে পাকাপাকিভাবে অবসর নেওয়ার পর লন্ডনেই শিফট করে যেতে পারেন বিরুষ্কা (Virat Kohli-Anushka Sharma)। লাইমলাইট থেকে দূরে তারকা সত্ত্বা ভুলে সেদেশেই বসবাস করবেন তাঁরা। এই নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরে জোর চর্চা চললেও তারকা দম্পতি এখনও অফিশিয়ালি কিছু জানাননি। তাই এই গুঞ্জনে কতখানি সত্যতা আছে তা নিয়ে সন্দিহান অনেকেই।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর