নির্বাচকদের কাজ সহজ করলেন কোহলি! জানিয়ে দিলেন রোহিত শর্মাকে ছেঁটে কাকে করতে হবে অধিনায়ক

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে ভারতীয় দলের (Team India) অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তার নেতৃত্বে এখনো অবধি বড় পর্যায়ে কোনও সাফল্য না এলেও তিন ফরম্যাটেই একাধিক দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে ভারত। আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final) এবং ঘরের মাটিতে আয়োজিত হতে চলা ওডিআই বিশ্বকাপ (ODI World Cup 2023) অধিনায়ক রোহিতের কাছে অগ্নিপরীক্ষা। ওই দুই টুর্নামেন্টের মধ্যে একটিতেও যদি সাফল্য না আসে তাহলে নির্বাচকরা তাকে অধিনায়ক হিসেবে ছেঁটে ফেলতে বাধ্য হবেন।

কিন্তু রোহিত শর্মা পরবর্তীকালে ভারতীয় ক্রিকেটের নতুন প্রজন্মকে নেতৃত্ব দেবেন কে? ভারতীয় টিম ম্যানেজমেন্ট গত কয়েক বছরে একাধিক ক্রিকেটারকে অধিনায়ক হিসেবে দায়িত্ব দিয়ে দেখেছেন কিন্তু হার্দিক পান্ডিয়া ছাড়া কেউই স্বল্প সুযোগে ধারাবাহিক সাফল্য পাননি। হার্দিকেরও বয়স বেড়ে চলেছে। তিনি সব ফরম্যাটের অংশ নন। সেক্ষেত্রে রোহিত জমানার পরের নতুন ভারতীয় অধিনায়ক কে হবেন?

এবার নির্বাচকদের এই ব্যাপারে কিছুটা সাহায্য করলেন বিরাট কোহলি। অধিনায়ক হিসেবে কোনও আইসিসি ট্রফি জিততে না পারলেও জয়ের শতাংশের দিক দিয়ে বিশেষ করে টেস্ট ক্রিকেটে অধিনায়ক বিরাট কোহলির রেকর্ড অত্যন্ত ঈর্ষণীয়। আর এবার তিনি ইঙ্গিত দিয়ে বললেন যে পরবর্তীকালে ভারতের তরুণ প্রজন্মকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে যোগ্য ব্যক্তি হলেন শুভমান গিল।

গতকাল শুভমান গিল গতবারের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের জার্সি গায়ে চাপিয়ে নিজের প্রথম আইপিএল শতরানটি পেয়েছেন। চলতি বছরে টেস্ট টি-টোয়েন্টি এবং ওডিআই ফরম্যাট এর পাশাপাশি এবার আইপিএলের মঞ্চেও শতরানের মুখ দেখলেন এই তরুণ তারকা। চলতি বছরে সময়টা অত্যন্ত ভালো চলছে গিলের।

kohli insta gill

কাল তার ব্যাটিং দেখে বিরাট কোহলি উচ্ছসিত প্রশংসা করেছেন। প্রাক্তন ভারত অধিনায়ক নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে স্টোরিতে লিখেছিলেন, ‘প্রথমে আসে প্রতিভাবানরা এবং তারপরে আসেন শুভমান গিল। পরবর্তী প্রজন্মকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব তোমার কাঁধেই থাকছে। ভগবান তোমায় আশীর্বাদ করুক।” কিছুদিন আগে শুভমন গিল একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে ১২-১৩ বছর বয়স অর্থাৎ যখন থেকে তিনি ক্রিকেট বুঝতে শুরু করেছেন তখন থেকে তার অনুপ্রেরণা হচ্ছেন কোহলি। তিনি যে প্রাক্তন ভারত অধিনায়কের কাছ থেকে অনেক কিছু শিখেছেন সেটাও জানিয়েছিলেন তিনি। এবার তার কাছ থেকে আসা এই প্রশংসা যে গিলের কাছে অত্যন্ত দামী হবে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর