ভুয়ো ডাক্তার, IAS এরপর এবার ভুয়ো RSS কর্মী! অভিষেকের নবজোয়ারে নাটক নিয়ে তোপ শমীকের

বাংলা হান্ট ডেস্ক : সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে, বর্ধমানে তৃণমূলের নবজোয়ার কর্মসূচীতে হাজির এক ব্যক্তি। তিনি কিছু সমস্যার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জানান। অভিষেকও তাঁকে আশ্বাস দেন তাঁর সমস্যার সমাধান করবেন তিনি। বিতর্ক বাঁধে এই ব্যক্তিকে নিয়েই।

অভিষেকের দাবি ওই ব্যক্তি আদতে আরএসএস-র কর্মী। রায়নার সভা থেকে তিনি বলেন, ‘একজন বিজেপির কার্যকর্তা,আরএসএসের উর্দিতে রয়েছে, ইউনিফর্মে রয়েছে, আমায় এসে বলল দাদা লাইটটা করে দিলে আমি খুব উপকৃত হব। শুভেন্দু নয়, সুকান্ত মজুমদার নয়, মোদি-অমিত শাহ নয়, আমাকে এসে বলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এসে বলছে।’

shamik bjp

বিতর্ক সৃষ্টি হয় অভিষেকের মন্তব্যকে ঘিরে। বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য এই প্রসঙ্গে বলেন, ‘আমি জানিনা ওই ব্যক্তি আরএসএস-র কিনা। যদি তিনি আরএসএস-র হন তাতে ক্ষতি কী? তিনি এলাকার সমস্যার কথা বলেছেন, মানুষের কথা বলেছেন। এটা নিয়ে তো বিতর্ক হওয়ার কথা নয়।’

শমীকবাবু আরও বলেন, ‘ওই ব্যক্তি জানেন কাকে বলতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো শুধু মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে রয়েছেন, সরকার চালাচ্ছেন তো অভিষেক। আর যারা দলীয় নির্বাচনেও ব্যালট বক্স লুট করছে তাদের থেকে আর কী আশা করা যায়! এটাই তৃণমূলের সংস্কৃতি।’

এই ঘটনার প্রেক্ষিতে আরএসএস-র এক কর্মকর্তা বিপ্লব রায় বলেন, ‘পুরো ব্যাপারটাই ভুয়ো। আরএসএস-র কেউ এই রকম গণবেশ পরে রাস্তায় ঘোরেন না। উনি একজন স্থানীয় ব্যক্তি, যাকে ওই ভাবে সাজিয়ে আনা হয়। আসলে তৃণমূলে তো আর শৃঙ্খলা বলে কিছু নেই, তাই আরএসএস-র থেকে শিখতে চাইছে।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর