বিরাট কোহলির অধিনায়কত্বে খুশি নয় BCCI? এই খেলোয়াড় পেতে পারেন দায়িত্ব

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় টিম (Indian National Cricket Team) এবার অক্টোবর-নভেম্বর মাসে হতে চলা টি-২০ বিশ্বকাপে জয়ী হতে যদি অসফল হয়, তাহলে অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) থেকে সীমিত ওভারের ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়া হতে পারে।

ওনার বদলে রোহিত শর্মাকে (Rohit Sharma) এই দায়িত্ব দেওয়া হতে পারে। কোহলি টেস্ট ক্রিকেটে সফল, কিন্তু ওনার নেতৃত্বে টিম সীমিত ওভারে আইসিসি ইভেন্টে জয়ী হতে অসফল।

ক্রিকেট অ্যাডিকটর ডট কম-র রিপোর্ট অনুযায়ী, টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির কাছে নিজের অধিনায়কত্ব ধরে রাখার শেষ সুযোগ হতে পারে আসন্ন টি-২০ বিশ্বকাপ। কোহলির অধিনায়কত্ব বহুবার প্রশ্নের মুখে উঠে এসেছে, বিশেষ করে একটি সফল টিম পাওয়ার পরেও কোনও আইসিসি প্রতিযোগিতা না জয়ী হওয়ায় তাঁর বিফলতা বারবার প্রকাশ্যে উঠে এসেছে।

ওয়েবসাইটের রিপোর্ট মতে, বিসিসিআই-র আধিকারিকরা ইংল্যান্ডে আয়োজিত হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিউজিল্যান্ডের কাছে হারের পরেই এই বিষয়ে চর্চা করা শুরু করেছে। ওই টেস্ট ম্যাচে ভারতীয় দলের অধিনায়কের দল নির্বাচন করা নিয়ে অখুশি বলে জানা গিয়েছে বিসিসিআই। কোহলি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জোরে বলারের অনুকূল পিছে দুজন স্পিনারকে খেলানোয় সমালোচনার মুখে পড়েছিলেন।

X