IPL-এর আগেই BCCI-এর কাছ থেকে বড় ধাক্কা পেলেন কোহলি! ব্যাপারটা কী?

Published On:

বাংলা হান্ট ডেস্ক: ২০২৪-২৫-এর বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতীয় দলের খারাপ পারফরম্যান্সের পরে BCCI দলের খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের জন্য কিছু নতুন নিয়ম তৈরি করেছিল। যেখানে পরিবারের সদস্যদের বিদেশ সফরে নিয়ে যাওয়া সম্পর্কিত বিষয়েও নিয়ম কার্যকর করা হয়। কিছু খেলোয়াড় এই নিয়মে আপত্তি জানিয়েছিলেন। যাঁদের মধ্যে ছিলেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলিও (Virat Kohli-BCCI)।

BCCI-এর নিয়মের পরিপ্রেক্ষিতে কি জানিয়েছেন বিরাট (Virat Kohli-BCCI):

তিনি (Virat Kohli-BCCI) RCB ইভেন্টে বলেছিলেন যে, পরিবারের সাথে থাকা খেলোয়াড়দের জন্য মানসিকভাবে উপকারী। এদিকে, তাঁর এই বক্তব্যের পর আশা করা হয়েছিল যে BCCI হয়তো এই নীতিতে কিছু পরিবর্তন করবে। কিন্তু সেরকম কিছুই হল না।

বিরাট কোহলিকে “ঝটকা” দিল BCCI: এই প্রসঙ্গে BCCI সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া এখন এই বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “বর্তমান নীতি এই সময়ে অক্ষত থাকবে। কারণ এটি জাতি এবং আমাদের প্রতিষ্ঠান উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। BCCI স্বীকার করে যে কিছু অসন্তোষ বা ভিন্ন মতামত থাকতে পারে, যেমন একটি গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষের মতামত প্রকাশের অধিকার রয়েছে। এই নীতিটি সকল দলের সদস্য, খেলোয়াড়, কোচ, ম্যানেজার, সহায়তা স্টাফ এবং জড়িত সকলের জন্য সমানভাবে প্রযোজ্য এবং প্রত্যেকের সর্বোত্তম স্বার্থের কথা মাথায় রেখে প্রয়োগ করা হয়েছে।”

আরও পড়ুন: জলে গেল চিন-পাকিস্তানের স্বপ্নের প্রকল্প! অন্যদিকে ভারত যা করল…..জানলে হবেন খুশি

সেই সঙ্গে তিনি আরও বলেন, এই নীতি রাতারাতি তৈরি হয়নি। কয়েক দশক ধরে তা কার্যকর রয়েছে। বোর্ডের প্রেসিডেন্ট রজার বিনির খেলার সময় এবং সম্ভবত আরও আগে থেকে এই নিয়ম রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, BCCI-এর নতুন নিয়ম অনুসারে, ৪৫ দিনের বেশি বিদেশ সফরে, একজন খেলোয়াড় তাঁর পরিবারকে ১৪ দিনের জন্য তাঁর সাথে রাখতে পারেন। এর থেকে কম দিনের সফরের ক্ষেত্রে, খেলোয়াড়কে সফরে এক সপ্তাহ পর্যন্ত তাঁর পরিবারকে সাথে রাখার অনুমতি দেওয়া হবে।

আরও পড়ুন: KKR নাকি RCB, IPL-এর প্রথম ম্যাচে কে করবে বাজিমাত? কেমন হবে প্লেয়িং ইলেভেন? জানুন বিস্তারিত

এদিকে, IPL ২০২৫-এর জন্য RCB-তে যোগ দেওয়ার সময়, কোহলি (Virat Kohli-BCCI) এই নিয়মের প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন যে, “পরিবারের ভূমিকা বোঝা মানুষের পক্ষে খুব কঠিন। একজন খেলোয়াড় যখন মানসিক চাপে থাকেন, তখন তাঁর পরিবারের সাথে থাকাটা জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি না মানুষ এর গুরুত্ব বোঝে।”

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X