বাংলা হান্ট নিউজ ডেস্ক: সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পারফরম্যান্স অত্যন্ত সমালোচিত হয়েছে। গোটা টুর্নামেন্টে ভারত যে ছটা ম্যাচ খেলেছে তার মধ্যে তিনটিতে তারা বড়মাপের ক্রিকেট খেলিয়ে দেশগুলির মুখোমুখি হয়েছিল। ওই তিনটি ম্যাচের মধ্যে পাকিস্তান ম্যাচে কোনওক্রমে জিততে পেরেছিল ভারত। দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত থেকে করুণ ভাবে পরাজয় স্বীকার করতে হয়েছিল। গোটা বছর জুড়ে অসংখ্য টি-টোয়েন্টি ম্যাচ খেলেও কি করে এরকম ফলাফল করলো ভারত সেই নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।
তবে ভারতের পারফরম্যান্স যাই হোক না কেন চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলির ফর্ম নিয়ে কেউই হয়তো প্রশ্ন তুলতে পারবেন না। যে তিনটি বড় দলের বিরুদ্ধে মাঠে নেমে ছিল ভারত সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে, তার মধ্যে দুটি ম্যাচেই অর্ধশতরান করেছেন বিরাট। গোটা টুর্নামেন্টে ছটি ম্যাচ খেলে তিনি চারটি অর্ধশতরান সহ করেছেন ২৯৬ রান, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের এই সংস্করণে সর্বোচ্চ। তার এই টুর্নামেন্টে গড় ছিল ৯৮.৬৬।
সেই সঙ্গে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে একটি বড় কীর্তি গড়ে ফেলেছেন তিনি। প্রথম ক্রিকেটার হিসেবে তিনি দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। এর আগে ২০১৪ সালে বিরাট কোহলি টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন। সেবার অবশ্য আরও ভালো ফর্মে ছিলেন বিরাট। ১০৬.৩৩ গড় সহ ৬ ম্যাচে করেছিলেন ৩১৯ রান।
এই দুর্দান্ত পারফরম্যান্সের ফলস্বরূপ ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশেও জায়গা করে নিতে পেরেছেন বিরাট কোহলি। তিনি ছাড়াও জায়গা পেয়েছেন আরও দুই ভারতীয়। দেখে নেওয়া যাক এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আইসিসি নির্বাচিত সেরা একাদশ।
বিরাট কোহলি
জস বাটলার
সূর্যকুমার যাদব
গ্লেন ফিলিপস
সিকান্দার রাজা
শাদাব খান
স্যাম ক্যারান
অনরিখ নোকিয়া
মার্ক উড
শাহিন শাহ আফ্রিদি
হার্দিক পান্ডিয়া (দ্বাদশ ব্যক্তি)