বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি হয়তো ব্যাট হাতে দীর্ঘদিন ফর্মে নেই, কিন্তু এই ঘটনা তার আয়ের ওপর কোনও প্ৰভাব ফেলেনি। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বিরাট কোহলি ইনস্টাগ্রামে একটি পোস্ট থেকে আয়ের নিরীখে শীর্ষে রয়েছেন। অবশ্য শুধু ভারত নয়, এশিয়ান ক্রীড়াবিদদের মধ্যেও ইন্সটা থেকে আয়ের নিরীখে সবচেয়ে এগিয়ে তারকা ভারতীয় ক্রিকেটার। গোটা বিশ্বের সকল খেলোয়াড়দের ইন্সটা আয়ের তালিকার দিক দিয়ে বিশ্বে তৃতীয় স্থানে রয়েছেন কোহলি।
বিরাটের ভক্ত সংখ্যা আজ শুরু ভারতের মধ্যে সীমাবদ্ধ নেই। পৃথিবীর বিভিন্ন দেশে তার গুণমুগ্ধ মানুষের সংখ্যা বিশাল। আর তাদের ওপর ভিত্তি করেই মাঠের বাইরে একটি বড় কীর্তি গড়ে ফেললেন তিনি। নিজের ইন্সট্রাগ্রাম অ্যাকাউন্টে ২০০ মিলিয়ন অর্থাৎ প্রায় ২০ কোটি ফলোয়ার সংখ্যা ছুঁয়ে ফেললেন প্রাক্তন ভারত অধিনায়ক। অন্য কোনও ক্রিকেটারের ইনস্টাগ্রামে এত বিশাল সংখ্যক ফলোয়ার নেই। ক্রীড়াজগতের দিক দিয়ে ইনস্টাগ্রামে তার চেয়ে বেশি ফলোয়ার আছে কেবল দুই জন ক্রীড়াবিদের। তারা হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি। গত সপ্তাতেই ইন্সটা তে ৪৫০ মিলিয়ন ফলোয়ার্স হয়েছে পর্তুগিজ মহাতারকার। তিনি ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার্স থাকা ব্যক্তিত্ব। লিওনেল মেসির ইন্সটা ফলোয়ার্স সংখ্যা ৩৩৪ মিলিয়ন। ক্রীড়াবিদ হিসাবে তাদের ঠিক পেছনেই রয়েছেন বিরাট।
একসময় সেঞ্চুরি করাকে জলভাত খাওয়ার মতো সহজ ঘটনায় পরিণত করা বিরাট গত আড়াই বছর ধরে আন্তর্জাতিক সেঞ্চুরি করতে পারেনি। কিন্তু তা সত্ত্বেও তার ফলোয়ার বেড়েই চলেছে। সম্প্রতি হুপার এইচকিউ ডট কম এই বছরের ইনস্টাগ্রাম থেকে আয়ের লিস্ট প্রকাশ করেছে যে তালিকা অনুসারে বিরাট কোহলি ইনস্টাগ্রাম পোস্ট থেকে প্রায় ৮.৬৯ কোটি টাকা আয় করে থাকেন।
তবে ইনস্টাগ্রাম থেকে সর্বোচ্চ আয়ের নিরীখে পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সবচেয়ে এগিয়ে। তিনি তার একটি পোস্ট থেকে প্রায় ১৯ কোটি টাকা আয় করেন। দুই নম্বরে রয়েছেন আমেরিকান মহিলা সেলিব্রিটি কাইলি জেনার, যিনি একটি পোস্ট থেকে প্রায় ১৪.৬৭ কোটি টাকা আয় করেন।