বাংলা হান্ট নিউজ ডেস্ক: বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে অসাধারণ জয় পেয়েছে ভারতীয় ক্রিকেট দল। প্রথমে ব্যাট করে টপ অর্ডার রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলির ব্যাটে ভর করে প্রথম ইনিংসে ৩৭৩ রানের স্কোর খাড়া করেছিল। জবাবে পাথুম নিশাঙ্কা (৭২) ও অধিনায়ক দাসুন শানাকার (১০৮*) ব্যাটে ভর শ্রীলঙ্কা ৩০৮ রানের বেশি তুলতে পারেনি। ৬৭ রানের ব্যাবধানে ম্যাচ জেতে ভারত।
গতকাল বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ৭৩তম শতরানটি পূরণ করেছেন। দুবার তার ক্যাচ পড়েছিল। সেই দুটি জীবন দানের পূর্ণ সদ্ব্যবহার করেছেন বিরাট। ২০১৯-এর পর এটি ছিল তার প্রথম ঘরের মাটিতে করা শতরান। ঘরের মাটিতে সবচেয়ে বেশি শতরান করার নিরিখে সচিন টেন্ডুলকারের শতরানের রেকর্ড (২০) ছুঁয়ে ফেলেছেন তিনি।
এছাড়া ওপেনার নন এমন ব্যাটার হিসেবে আন্তর্জাতিক শতরানের নিরিখে এতদিন সবচেয়ে এগিয়েছিলেন প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজের শেষ ম্যাচে পন্টিংকে স্পর্শ করে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে পন্টিংকে টপকে গিয়েছেন বিরাট।
এছাড়া বিরাট কোহলি গতকাল আরও একটি রেকর্ড করেছেন। তার গোটা কেরিয়ারটা এতটাই সাজানো গোছানো যে এখন যে কোনও ম্যাচে বড় রান পাওয়া মানে কোনও না কোনও রেকর্ডের অধিকারী হয়ে যাওয়া। এমনভাবেই ম্যাচ জেতানো শতরানের নিরিখে একটি অভিনব মাইলফলক ছুঁয়েছেন তিনি।
কালকের আগে অবধি দেশকে মেয়াদ জেতানোর ক্ষেত্রে পঞ্চাশের বেশি শতরান করার রেকর্ড ছিল কেবলমাত্র দুই জন ক্রিকেটারের। প্রথম জন হলেন রিকি পন্টিং (৫৫), দ্বিতীয় জন হলেন সচিন টেন্ডুলকার (৫৩)। কালকের পরে হোক বিরাট কোহলিও এই ক্ষেত্রে ৫০ শতরানের গণ্ডি অতিক্রম করেছেন। তার ৭৩ টি আন্তর্জাতিক শতরানের মধ্যে ৫১টির ক্ষেত্রেই ভারতীয় দল জয় পেয়েছে।