বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ আইপিএলে (IPL) ফের একবার নতুন রেকর্ডের মুখোমুখি হয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। চলতি টুর্নামেন্টে তিনি ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন। প্রায় প্রতি ম্যাচেই বড় রান করে চলেছেন তিনি। আজ টুর্নামেন্টে নিজের চতুর্থ অর্থশতরান পূরণ করেছেন বিরাট। এটি ছিল তার আইপিএল কেরিয়ারের ৪৮ তম অর্ধশতরান।
আজ আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটের হিসেবে ১০০ বা তার বেশিবার ৩০-এর বেশি স্কোর করার রেকর্ড গড়েছেন কোহলি। আইপিএলের অন্যান্য অভিজ্ঞ ও তারকা ক্রিকেটাররা যেমন রোহিত শর্মার, শিখর ধাওয়ান বা ডেভিড ওয়ার্নাররা এখনো অবধি এই রেকর্ড ছুঁতে পারেননি।
তবে আজ অর্ধশতরান করার পরেও কিছুটা সমালোচিত হয়েছেন কোহলি। তিনি অত্যন্ত ধীর গতিতে ব্যাটিং করেছেন। ৫৯ রান করতে তিনি ৪৭ বল নিয়েছেন। নিন্দুকরা এমনটা বলতেও দ্বিধা করছেন না যে তিনি ব্যক্তিগত রেকর্ডের জন্য মাঠে নামছেন। তবে বিরাট কোহলি যে সেসব কথায় বেশি পাত্তা দেবেন না এটা সকলেই জানেন।
আজ বিরাট কোহলি আইপিএলে ২২৮ তম ম্যাচটি খেলতে নেমেছিলেন। তিনি মোট ৪৮ টি শতরান করার পাশাপাশি পাঁচবার শতরানের গণ্ডিও পেরিয়েছেন আইপিএলের মঞ্চে। বর্তমানে তিনি টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক। এখনো পর্যন্ত এই মিলিয়ন ডলার লিগ জয়ের স্বাদ না পেলেও আইপিএলের ইতিহাসে অন্যতম সফল ক্রিকেটার থেকে।
নিয়মিত অধিনায়ক ফ্যাফ দু প্লেসিসের চোট থাকার কারণে আজ আইপিএলের নিজেকে ফের অধিনায়ক হিসেবে দেখতে হয়েছে বিরাট কোহলিকে। একটি অসাধারণ ইনিংস খেলে গিয়েছেন কিন্তু চোটের কারণে তিনি ফিল্ডিং করতে নামতে পারেননি।