বিরাট কোহলির পথের সবচেয়ে বড় বাঁধা কে? উত্তর দিতেই নেটিজেনরা করলেন তীব্র আক্রমণ…

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ১ মাস আগেই ভারতীয় সমর্থকদের সহ্য করতে হয়েছিল আরও একটি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে হারের জ্বালা। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় দল (Indian Cricket Team) প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার কাছে গো হারা হেরেছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (WTC Final)। বিরাট কোহলি (Virat Kohli) ও অজিঙ্কা রাহানেরা (Ajinkya Rahane) কিছুটা চেষ্টা করলেও তা একেবারেই যথেষ্ট ছিল না ওরকম একটা হাইভোল্টেজ ম্যাচ জয়ের জন্য। ভারতীয় সমর্থকদের আইসিসি ট্রফির অপেক্ষা আরও দীর্ঘ হয়েছে।

তার এক মাসের মধ্যেই অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মাটিতেই অ্যাশেজের (Ashes) লড়াইয়ে নেমেছে এবং আয়োজকদের পরপর দুটি টেস্টে হারিয়ে ২-০ লিড নিয়েছে সিরিজে। প্রথম টেস্টে ইংল্যান্ড নিজেদের হঠকারিতার জন্য হারের মুখ দেখেছিল। দ্বিতীয় টেস্টে অবশ্য হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ম্যাচের ফয়সলা হয়েছে। লর্ডসে আয়োজিত এই দ্বিতীয় টেস্টে গোড়া থেকেই ম্যাচে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। কিন্তু তৃতীয় ইনিংসে ইংল্যান্ডের বোলারদের তুলতে ম্যাচে ফিরেছিল ব্রিটিশরা। এরপর চতুর্থ ইনিংসে ৩৭১ রান তাড়া করতে নেমে অনবদ্য শতরান করেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)।

তবে সেই ইনিংসটা যথেষ্ট ছিল না। তিনি ২১৪ বল খেলে ১৫৫ রানের ব্যক্তিগত স্কুলে আউট হওয়া মাত্র ইংল্যান্ডের লোয়ার অর্ডার ধ্বসে যায়। ৪৩ রানের ব্যবধানে ম্যাচে যেতে অস্ট্রেলিয়া। কিন্তু ইংল্যান্ড অধিনায়কের খেলা এই অসাধারণ ইনিংসটি সকলের মনে থেকে যাবে চিরদিন। অতীতে একাধিকবার এমন ব্যাটিং করে তিনি ইংল্যান্ডকে অসম্ভব পরিস্থিতি থেকে গুরুত্বপূর্ণ সব ম্যাচ জিতিয়েছেন। লর্ডসে আয়োজিত দ্বিতীয় টেস্টে তার দল জয় না পেলেও ইনিংস টি এতটাই মনমুগ্ধ করছিল যে বিরাট কোহলি পর্যন্ত কুর্নিশ জানিয়েছেন তাকে।

stokes

সোশ্যাল মিডিয়ায় সকলের সামনে প্রকাশ্যে ইংল্যান্ড অধিনায়ক কে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক কোহলি। তিনি লিখেছেন, “আমি যখন বলি যে বেন স্টোকস আমার রাস্তায় থাকা সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বী, তখন সেই কথাটা আমি একেবারেই মজা করে বলি না। সর্বোচ্চ মানের ইনিংস, কিন্তু এই মুহূর্তে অস্ট্রেলিয়া দল অতিরিক্ত ভালো জায়গায় রয়েছে।”

kohli tweet

কোহলির এই পোস্টের প্রতিক্রিয়ায় ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে মিশ্র মনোভাব দেখা গিয়েছে। কেউ কেউ তার সঙ্গে একমত হয়ে স্টোকস এবং অস্ট্রেলিয়াকে কুর্নিশ জানিয়েছেন। আবার কেউ কেউ তাকে পরামর্শ দিয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক কে দেখে শেখার যে কেমন ভাবে বড় ম্যাচে এবং গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে দলকে এগিয়ে নিয়ে যেতে হয় ব্যাট হাতে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর