বাংলা হান্ট নিউজ ডেস্ক: আর কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে ভারতীয় দল। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি ভারতের চতুর্থ ম্যাচ এবং এই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে সেমিফাইনালের অনেক হিসাব-নিকাশ। আজ যে দল ম্যাচ জিতবে তারা সেমিফাইনালের টিকিট পাওয়ার জন্য ফেভারিট হয়ে উঠবে।
এই ম্যাচেও ভারতীয় দলের সবচেয়ে বড় ভরসা হতে চলেছেন বিরাট কোহলি। গত ম্যাচে ভারতীয় দলের সামগ্রিক ব্যাটিং পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। কেবলমাত্র সূর্যকুমার যাদবের একক প্রচেষ্টায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লড়াই করার মত জায়গায় পৌঁছেছিলেন রোহিত শর্মারা। কিন্তু আজকের ম্যাচে দলের ব্যাটিংয়ে সামগ্রিক উন্নতি দেখতে চাইবেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়।
এই ম্যাচের আগের ম্যাচে অর্থাৎ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে দুর্দান্ত ফর্মে থাকা বিরাট কোহলি ১১ বলে মাত্র ১২ রান করে আউট হয়েছিলেন। সেদিন তিনি নিজের সেরা ছন্দ দেখাতে না পারলেও একটি বড় মাইলফলক ছুঁয়ে ফেলেছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলা দ্বিতীয় ক্রিকেটার এবং প্রথম ভারতীয় ক্রিকেটার হয়ে উঠেছিলেন তিনি।
এই মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলির রান সংখ্যা ১০০১। দ্রুততম ক্রিকেটার হিসেবে এই নজির স্পর্শ করেছেন তিনি। তার আগে একমাত্র এই নজির ছুঁতে পেরেছিলেন কিংবদন্তি শ্রীলঙ্কান ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে। আজকের ম্যাচে বিরাট কোহলির সামনে সুযোগ থাকছে শ্রীলঙ্কান কিংবদন্তিকে টপকে যাওয়ার।
মাহেলা জয়াবর্ধনে ৩১টি টি-টোয়েন্টি বিশ্বকাপ ইনিংস খেলে ১০১৬ রান করেছেন। এর মধ্যে পাঁচবার তিনি নট-আউট থেকেছিলেন। অপরদিকে প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি এখনো একটি মাত্র ২২টি ইনিংস খেলেই ১০০০ রানের গন্ডি ছুঁয়ে ফেলেছেন। মোট ১০ বার তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে নট আউট থেকে গিয়েছেন। আজ মাত্র ১৬ রান করলেই নিজেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকে পরিণত করে ফেলবেন তিনি।