“আপনারা কি চাইছেন আমি দল থেকে বেরিয়ে যাই”, কোহলির ওপেনিং প্রসঙ্গে বিরাট বয়ান লোকেশ রাহুলের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় মহাতারকা বিরাট কোহলি অবশেষে নিজের ৭১তম আন্তর্জাতিক সেঞ্চুরি পেয়েছেন। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে তিনি নিজের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিটি করেছেন এবং তিনি চলতি এশিয়া কাপের ম্যাচে ভারতের সর্বোচ্চ রানস্কোরার হিসাবে প্রতিযোগিতাটি শেষ করেছেন। বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে কোহলি অধিনায়ক লোকেশ রাহুলের সাথে ওপেন করতে এসেছিলেন। কারণ নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল।

রাহুল এবং কোহলির মধ্যে গতকাল ১১৯ রানের ওপেনিং পার্টনারশিপ হয় যেখানে রাহুল ৪১ বলে ৬২ রান করেছেন। ওই পার্টনারশিপের দৌলতে ভারত স্কোরবোর্ডে ২১২ রান তোলে। এরপর ভুবনেশ্বর কুমার বল হাতে পাঁচ উইকেট তুলেছেন এবং ভারত আফগানিস্তানকে ১০১ রানের ব্যবধানে পরাস্ত করে।

ম্যাচ শেষে রাহুলকে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হয় যে কোহলি আফগানিস্তানের বিরূদ্ধে ওপেন করে যেভাবে পারফরম্যান্স করেছেন এবং আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়েও তিনি ওপেন করতে অভ্যস্ত, তাই তাকে ভবিষ্যতে ওপেনিং ব্যাটার হিসাবে দেখা যেতে পারে কিনা। প্রসঙ্গত আইপিএলে ওপেন করে কোহলির পাঁচটি শতরানও রয়েছে।

kohli vs pakistan

এই প্রশ্নের উত্তরে রাহুল মজা করে বলেছিলেন: “তাহলে কি আপনি চাইছেন আমাকে বাইরে বসতে হবে? বিরাট দুর্দান্ত খেলোয়াড়। দলের জন্য এটা গুরুত্বপূর্ণ ছিল যে কোহলি তার নিজের পরিচিত ছন্দ খুঁজে পান। তার মানে এই নয় যে তিনি ওপেন করেছেন বলেই এত ভালো খেলেছেন। তিনি ৩ নম্বর থেকেও এমন ব্যাট করতে পারেন।

তিনি আরও যোগ করে বলেছেন “অবশ্যই, বিরাটের রানে ফেরা দলের জন্য একটি বিশাল বোনাস। আজ আফগানিস্তানের বিরুদ্ধে যেভাবে তিনি ব্যাটিং করেছেন, তাতে সকলের সঙ্গে তিনি নিজেও খুবই সন্তুষ্ট। আমরা এতদিন ধরে তাকে দেখছি, যে কোনও জায়গায় ব্যাট করেই তিনি এমন পারফরম্যান্স করার ক্ষমতা রাখেন।

Reetabrata Deb

সম্পর্কিত খবর