সমালোচনা সহ‍্য করতে পারে না বিরাট কোহলি, বিতর্কিত মন্তব্য করলেন এই তারকা ক্রিকেটার

 

বাংলা hunt ডেস্ক : আগামী ৫ ই জুন সাউথহাম্পটনে এবারের বিশ্বকাপের প্রথম ম‍্যাচে খেলতে নামতে চলেছে ভারত।প্রতিপক্ষ সাউথ আফ্রিকা।যারা ইতিমধ্যে তাদের প্রথম ম‍্যাচ হেরেছে এবারের সম্ভাব্য চ‍্যাম্পিয়ান ইংল্যান্ডের বিরুদ্ধে।এবারের বিশ্বকাপে উদ্বোধনী ম‍্যাচে প্রোটিয়াস দের বিরাট ব‍্যবধানে হারিয়েছে মর্গ‍্যানরা।অন‍্যদিকে বিশ্বকাপের প্রথম ম‍্যাচে ভারতের বিপক্ষে নামার জন্য দারুন প্রস্তুতি নিচ্ছে বিরাট রা।সেই ম‍্যাচ খেলতে নামার আগে পরিস্থিতি উত্তপ্ত করে তুললো সাউথ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাদা।

 

এবছর আইপিএলে বিরাটের সাথে তপ্ত বাক‍্য বিনিময়ে করতে দেখা গেছিলো তাকে।সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেই প্রসঙ্গ উঠলে তিনি জানান বিরাটের সমালোচনা সহ‍্য করার মানসিকতা নেই।

63a5a img 20190601 wa0032

এক্ষেত্রে তিনি সেইদিনের ঘটনার কথা উল্লেখ করেছেন, বলেন বিরাট কিছু বললে, তার পাল্টা দিলে আরও তেতে যায় ভারত অধিনায়ক।বিষয়টা একদম ভালো লাগেনি তার।স্বাভাবিক ভাবেই রাবাদার এমনকি মন্তব্য আগামী ৫ ই জুন ম‍্যাচে এক অন‍্যমাত্রা এনে দেবে তা বলাই বাহুল্য।zz

সম্পর্কিত খবর