বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ থেকে শুরু হয়েছে আহমেদাবাদ টেস্ট (Ahmedabad Test)। এই টেস্টেই সিরিজের ফয়সালা হবে। ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final) ভাগ্যও নির্ধারিত হবে এই টেস্টে। নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবিনেজ মাঠে উপস্থিত থেকে দুই দলের সাথে মিলিত হয়ে দেশের জাতীয় সংগীতে অংশগ্রহণ করেন এবং তারপর দুই অধিনায়কের হাতে বিশেষ টেস্ট ক্যাপ তুলে দেন। তারপর আরম্ভ হয়ে ম্যাচটি।
আজকের এই ম্যাচে অস্ট্রেলিয়া ট্রফি জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। এই ম্যাচেও তারা টিম স্পিনার নিয়ে নেমেছে। ভারতীয় দলে হয়েছে কেবলমাত্র একটি পরিবর্তন। খুব বেশি বোলিং করার সুযোগ না পাওয়া মহম্মদ সিরাজের জায়গায় দলে এসেছেন দুর্দান্ত ছন্দে থাকা মহম্মদ শামি (Md Shami)। দিল্লি টেস্টে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। ইতিমধ্যে তিনি প্রথম সেশনে একটি উইকেটও তুলে নিয়েছেন।
মার্নাস লাবুশানের উইকেট তোলার সেই ওভারে একটি মজার ঘটনা দেখা যায় মাঠে। আমরা সকলেই জানি বিরাট কোহলি (Virat Kohli) ডায়েট এবং শরীর সম্পর্কে অত্যন্ত সচেতন। অত্যন্ত মেপে খাওয়া-দাওয়া করেন তিনি। কিন্তু আদতে তিনি একজন খাদ্য রসিক। দিল্লি টেস্ট চলাকালীন দ্রাবিদের সাথে আলোচনা যত কোহলির ছোলা-কুলচা দেখে উৎসাহী হয়ে ওঠার কথা নিশ্চয়ই সকলেরই মনে আছে।
অস্ট্রেলিয়া ইনিংসের ২২তম ওভারে শামি নিজের দ্বিতীয় স্পেলে ফিরেছিলেন। সেই ওভারে শুরু হওয়ার আগে একটি ভিডিওতে সেকেন্ড স্লিপে দাঁড়ানো বিরাট কোহলিকে র্যাপার ছাড়িয়ে চকোলেট জাতীয় কিছু খেতে দেখা দিয়েছে। তিনি কি খাচ্ছিলেন সেটা অবশ্য জানা যায়নি। তবে শামি বোলিং রান-আপে দৌড় শুরু করা মাত্র তিনি সেটিকে পকেটে ঢুকিয়ে রাখেন।
— Anna 24GhanteChaukanna (@Anna24GhanteCh2) March 9, 2023
তিনি নিজে একাই যে ওই নির্দিষ্ট জিনিসটি খাচ্ছিলেন তা নয়। সেই ওভারে শামির প্রথম বলের পরেই তিনি পকেট থেকে ওই খাদ্যবস্তুটি ফের একবার বার করে এক কামড় দিয়ে সেটি ছুঁড়ে দেন থার্ড স্লিপে দাঁড়ানো শ্রেয়স আইয়ারের দিকে। আশ্চর্যজনকভাবে ওভারের দ্বিতীয় বলেই লাবুশানেকে বোল্ড করেন শামি।