দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে আগামীকাল রাঁচি টেষ্টে নামতে চলেছে বিরাট কোহলি এন্ড কোং।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তৃতীয় তথা শেষ টেষ্ট শুরু হচ্ছে আগামীকাল থেকে রাঁচিতে। ইতিমধ্যেই এই সিরিজের প্রথম দুটি টেষ্ট ম্যাচ জিতে সিরিজ নিজেদের পকেটে ভরে নিয়েছে ভারত। এখন ভারত অধিনায়ক বিরাট কোহলির লক্ষ্য শেষ টেষ্ট জিতে দক্ষিণ আফ্রিকা কে হোয়াইটওয়াশ করা। প্রথম ম্যাচে ভাইজাকে এবং দ্বিতীয় টেষ্টে পুনেতে জয় তুলে নেয় বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। তবে দুটি ম্যাচ জিতেই থেমে থাকতে চাইছেন না বিরাট কোহলি। এই মুহূর্তে বিরাট কোহলির লক্ষ্য সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ জিতে সাউথ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করা। সাথে সাথে বিশ্ব টেষ্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের পয়েন্ট সংখ্যা আরও বাড়িয়ে নেওয়া।

আর তাই দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ধোনির শহরে আগামীকাল থেকে শুরু হতে চলা টেস্ট ম্যাচে কোন রকম পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে চাইছেন না বিরাট কোহলি। অর্থাৎ এই ম্যাচে বিরাট কোহলি যে তার পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামবে সেটা বোঝাই যাচ্ছে। অর্থাৎ ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং সবেতেই নিজেদের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত বিরাট কোহলি এন্ড কোং।

158297060fe0c97ef7887561461818385c579a0e

অপরদিকে রাচি টেস্টে নামার আগে আত্মবিশ্বাসে ভরপুর গোটা ভারতীয় দল। কারণ আগের দুটি টেস্ট ম্যাচে ব্যাটিং বোলিং সবেতেই দুর্দান্ত পারফরম্যান্স করেছে এই ভারতীয় দল। দুই ওপেনার পেয়েছে শতরান। অপরদিকে ওপেনার মায়ানক আগারওয়াল ডাবল সেঞ্চুরি করেছেন, সেই সাথে ভারত অধিনায়ক বিরাট কোহলির ব্যাট থেকে এসেছে ডাবল সেঞ্চুরি। সেই সাথে দুর্দান্ত বোলিং করছেন ভারতের দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। আর এই সকল অস্ত্র গুলির উপর ভর করেই শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ধুরমুস করতে প্রস্তুত ভারতীয় দল।

Udayan Biswas

সম্পর্কিত খবর