সৌরভের চোখের সামনেই IPL-এ এই বড় রেকর্ড গড়লেন কোহলি! আর কেউ নেই ধারে কাছে  

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ আইপিএলের (IPL 2023) পয়েন্টস টেবিলের একদম তলানিতে থাকা দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। দুই দলের কাছেই এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিল্লি আজ হারলে এইবারের আইপিএল প্লে-অফে আর কোনওভাবেই পৌঁছতে পারবে না। অপরদিকে আজ যদি আরসিবি হারে তাহলে তারা প্লে-অফের দৌড় থেকে কয়েকটি দলের চেয়ে কিছুটা পিছিয়ে পর্বে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে নেমে একটি বড় রেকর্ড করলেন বিরাট কোহলি।

আজ আইপিএলে প্রথম ক্রিকেটের হিসেবে ৭০০০ রানের গণ্ডি স্পর্শ করলেন প্রাক্তন ভারত অধিনায়ক। তার আগে অন্য কোন তারকা এই মাইলফলক এর ধারে কাছে পৌঁছতে পারেননি। চলতি মরশুমে তিনি ভালো ছন্দে রয়েছেন। মোট পাঁচবার পেরিয়েছেন অর্ধশতরানের গন্ডি। কিন্তু আরসিবি এখনো পর্যন্ত ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ হয়েছে।

kohli plessis

আজকের ম্যাচটিকে অনেক ক্রিকেটপ্রেমী সৌরভ গঙ্গোপাধ্যায় বনাম বিরাট কোহলির লড়াই হিসেবে দেখছেন। এরই মধ্যে প্রাক্তন ভারতীয় পেসার এবং আইপিএলে গড়াপীঠাকাণ্ডের সঙ্গে যুক্ত হওয়া শ্রীশান্ত একটি মন্তব্য করেছেন বিরাট কোহলি এবং সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে। ২০০৭ এবং ২০১১ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের পেশার বলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের সামনে বিরাট কোহলি যদি একটি শতরান করে দলকে ম্যাচ জেতান তাহলে সেটা হবে সৌরভকে দেওয়া সবচেয়ে বড় প্রতিদান।

অনেকে তার এই বক্তব্যের সমালোচনা করেছেন। সৌরভ আর বিরাট কোহলি, দুজনেই ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি, তাই দুজনকেই সম্মান করা উচিত বলে সকলে মনে করেছেন।

এই প্রতিবেদনটির লেখার সময় ৯ ওভারে কোনও উইকেট না ঘুরিয়ে ৭২ রান তুলেছে আরসিবি। বিরাট কোহলি ৩৩ এবং অধিনায়ক ফ্যাফ দু প্লেসিস ৩৯ রানে অপরাজিত রয়েছেন।


Reetabrata Deb

সম্পর্কিত খবর