বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি আইপিএলে (IPL 2023) আরসিবি খুব একটা ভালো ছন্দে না থাকলেও ব্যাট হাতে তাদের অধিনায়ক ফ্যাফ দু প্লেসিস অসাধারণ ছন্দে রয়েছেন। ১০ই মে অবধি তার দখলেই ছিল অরেঞ্জ ক্যাপ। বাকিদের থেকে বেশ কিছুটা এগিয়েই রয়েছেন তিনি। একসময় অনেকে এটাও মনে করছিলেন যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দক্ষিণ আফ্রিকান তারকা অরেঞ্জ ক্যাপ জিতে নিয়ে যাবেন। কিন্তু তার কাজটা একেবারেই সহজ রাখছেন না রাজস্থান রয়্যালসের তরুণ বাঁ-হাতি ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)।
আজ কলকাতা নাইট রাইডার্স প্রথমে ব্যাটিং করে রাজস্থানের দুর্দান্ত বোলিংয়ের বিরুদ্ধে মাত্র ১৪৯ রান স্কোরবোর্ড তুলতে পেরেছিল। রামতারা করতে নামা রাজস্থান কি কিছুটা চমকে দিতে প্রথম ওভারে নিজেই বল হাতে বোলিং করতে এসেছিলেন কেকেআর অধিনায়ক নীতিশ রানা। কিন্তু তারপর তার সাথে যেটা হল সেটা হয়তো নিজের গোটা কেরিয়ারে ভুলতে পারবেন না তিনি।
তরুণ যশস্বী ম্যাচের প্রথম বল থেকে আক্রমণাত্মক মনোভাব নিয়ে মাঠে নেমেছিলেন। নিতিশ রানা যে ওভারটি চুরি করে নেওয়ার পরিকল্পনা নিয়ে এসেছিলেন তার সেই পরিকল্পনাকে পুরোপুরি ব্যর্থ করে দেন তিনি প্রথম দুই বলে ছক্কা মেরে। এরপর ওই ওভারে আরো কিছু বাউন্ডারি আসে তার ব্যাট থেকে এবং ১৫০ রানের টার্গেট ডিফেন্ড করতে নেমে প্রথম ওভার এই ২৬ রান দিয়ে দেন রানা।
শুধু তাই নয়, এরপরে তার ধ্বংসযজ্ঞ হর্ষিত রানা এবং শার্দূল ঠাকুরের বিরুদ্ধেও বজায় থাকে এবং আইপিএলের ইতিহাসের দ্রুততম অর্ধশতরানটি আসে আজকে তার ব্যাট থেকেই। না, যুবরাজ সিংয়ের ১২ বলে দ্রুততম টি-টোয়েন্টি হাফ সেঞ্চুরি রেকর্ড তিনি ভাঙতে পারেননি ঠিকই। কিন্তু তার চেয়ে ১বল বেশি সময় নিয়ে মাত্র ১৩ বলে আইপিএল এর ইতিহাসে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড এখন তার নামে। শেষপর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৪৭ বলে ৯৮ রান করে। মেরেছেন ১২টি চার ও ৫টি ছক্কা।
২০২০ সালে যখন প্রথমবার আইপিএলের মঞ্চে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন যশস্বী, তখন আরসিবির বিরুদ্ধে ম্যাচের পর নিজে থেকেই বিরাট কোহলির সঙ্গে দেখা করে কথা বলেছিলেন তিনি। তারপর বিরাট কোহলির সঙ্গে সাক্ষাতের সেই ছবি সোশ্যাল মিডিয়া থেকে পোস্ট করে পরামর্শ দেওয়ার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ককে। আজ সেই বিরাট কোহলিই তার ব্যাটিং দেখে মুগ্ধ হয়ে তার প্রশংসা করলেন। ঠিক যেভাবে ঋদ্ধিমান সাহার প্রশংসা করেছিলেন বিরাট ঠিক সেভাবেই ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে তিনি লিখলেন, “গত কিছু সময়ের মধ্যে দেখা আমার সেরা ব্যাটিং। কি অসাধারণ প্রতিভা যশস্বী জয়সওয়াল।