বাংলা হান্ট নিউজ ডেস্ক: দ্বিতীয় সেশনের শেষে বেশ কিছুটা চাপে পড়ে গিয়েছে ভারতীয় দল। আজকের দিল্লি টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে পরপর লোকেশ রাহুল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারাকে হারানোর পর পরিস্থিতি কিছুটা সামলে নিয়েছিলেন বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়ার স্পিনারদের সামলে তাদের মধ্যে ৫৯ রানের একটি পার্টনারশিপও হয়েছিল।
লাঞ্চ শেষ হওয়ার পরেও একই ছন্দে ব্যাটিং করছিলেন দুজনে। মোটামুটি সুস্থ রান রেট বজায় রেখে দুজনেই এগোচ্ছিলেন নিজ নিজ অর্ধশতরানের দিকে। কিন্তু এরপর অস্ট্রেলিয়াকে দ্বিতীয় সেশনের প্রথম সাফল্য এনে দেন নাগপুর টেস্টে সফল হওয়া টড মার্ফি। তাকে দ্বিতীয় টেস্টে এখনো অবধি বেশি ব্যবহার করেননি কামিন্স। লাঞ্চ পরবর্তী সেশনে ভারতকে প্রথম ধাক্কাটা দেন তিনিই।
৪৭ তম ওভারের পঞ্চম বলে তার বলের লাইনে যেতে পারেননি জাদেজা। বল প্যাডে লাগতেই জোরদার আপিল হয় এবং আম্পায়ার আঙ্গুল তুলে নেন। জাদেজা রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। ৭৪ বল খেলে ২৬ রান করে আউট হন তিনি। ভারতের স্কোর তখন ছিল ১২৫।
এরপর নিজের ছন্দে ব্যাটিং করতে করতে নিজের অর্ধশতরানের দিকে এগোচ্ছিলেন বিরাট কোহলি। কিন্তু শেষ পর্যন্ত ভাগ্য তার সঙ্গ দেয়নি। ৪৪ রান করার পর এই টেস্টে অভিষেক ঘটানো বাঁ-হাতি অজি স্পিনার ম্যাট কুহেনামানের বলে এলবিডব্লিউ হন তিনি। রিভিউ নিয়ে নিশ্চিত হওয়া যায়নি বল আগে প্যাডে লেগেছে নাকি ব্যাটে। এক্ষেত্রে আম্পায়ারের সিদ্ধান্ত মেনেই তাকে আউট ঘোষণা করে থার্ড আম্পায়ার।
Ok now its up to you janta
U decide Virat Kohli was out or not out
Retweet if u think Not Out#INDvsAUS#AUSvsIND pic.twitter.com/4XsmKrKmz4— Vaibhav (@vabby_16) February 18, 2023
এরপর ভারতের ইনিংসকে টানছেন অক্ষর প্যাটেল (২৮) ও অশ্বিন (১১)। এর মাঝে লিয়ন এই ইনিংসে নিজের পঞ্চম ও বর্ডার-গাভাস্কার ট্রফিতে নিজের শততম উইকেট হিসাবে শ্রীকর ভরত-কে আউট করেছিলেন লিয়ন। ইনিংসের শেষ দিকে পাল্টা আক্রমণ করে অজিদের কিছুটা ব্যাকফুটে ঠেলেছেন অক্ষর।