বাংলা হান্ট নিউজ ডেস্ক: রোহিত শর্মার অফফর্ম অব্যাহত। নেদারল্যান্ডসের বিরুদ্ধে দুই বার ক্যাচ পড়ার পর অর্থশতরান করতে পেরেছিলেন। আজ বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট করার সময়ও তাসকিন আহমেদের বলে ডিপ স্কোয়ার লেগে তার ক্যাচ ফেলেছিলেন হাসান মাহমুদ। কিন্তু তারপরের ওভারে হাসানের বলেই কাট মারতে গিয়ে গালিতে ক্যাচ দিয়ে ফেলেছেন ভারতীয় অধিনায়ক।
তবে রোহিত শর্মা হতাশ করলেও আজ টসে হেরে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন অপর ওপেনার লোকেশ রাহুল। ধীর গতিতে শুরু করে সেট হয়ে বেশ কিছু দৃষ্টিনন্দন শট খেলে মাত্র ৩১ বলে নিজের অর্থশতরান পূরণ করেছেন তিনি। মেরেছিলেন ৩টি চার এবং ৪ টি অসাধারণ ছক্কা। যদিও অর্ধশতরান করার পরের বলেই শর্ট ফাইন লেগে ক্যাচ দিয়ে ফিরে আসেন তিনি।
তবে রাহুলের ফর্মে ফেরার দিনে যাবতীয় পাদপ্রদীপের আলো নিজের দিকে আরও একবার টেনে নিলেন বিরাট কোহলি। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করছিলেন তিনি। কিছুক্ষণের মধ্যেই ১৬ রানের গন্ডি পেরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে পড়েন বিরাট। পেরিয়ে যান মাহেলা জয়াবর্ধনেকে।
তারপর দেখতে দেখতে অর্ধশতরানের গণ্ডিও পেরিয়ে চান বিরাট। এটি ছিল টি-টোয়েন্টি ফরমেটে তার ৩৬ তম অর্থশতরান এবং চলতি বিশ্বকাপে তার তৃতীয় অর্থশতরান। তার ৪৪ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংসের উপর ভর করে ২০ ওভারে ১৮৪ রানের বিশাল স্কোর বাংলাদেশের সামনে রেখেছে ভারতীয় দল। বিরাট কোহলি এবং লোকেশ রাহুলের ৩৮ বলে ৬৭ রানের পার্টনারশিপটি ইনিংসের টোন সেট করে দিয়েছিল।
রাহুল এবং বিরাট ছাড়া সূর্যকুমার যাদবের ১৬ বলে ৩০ রানের ইনিংস এবং শেষ দিকে অশ্বিনের ৬ বলে ১৩ রানের ভর করে এত বড় স্কোর তুলতে পেরেছে ভারত। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন হাসান মাহমুদ। কিন্তু তিনি নিজের ৪ ওভারে ৪৭ রান দিয়েছিলেন। অধিনায়ক সাকিব নিজের চারও ঘরে ৩৩ রান দিয়ে রাহুল এবং সূর্যকুমার যাদবের গুরুত্বপূর্ণ উইকেট দুটি নেন।