এই মুহূর্তে করোনা আতঙ্ক গোটা বিশ্বজুড়ে বড়োসড়ো থাবা বসিয়েছে। আর করোনা আতঙ্ক সবথেকে বেশি প্রভাব ফেলেছে ক্রীড়ামহলে, বাদ নেই ক্রিকেটও। করোনা আতঙ্কের কারণে এই মুহূর্তে সদাসতর্ক থাকছেন ক্রিকেটাররা সেই সাথে সাধারণ জনগণকেও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন ক্রিকেটাররা। ক্রিকেটাররা এতটাই সতর্কতা অবলম্বন করছে যে ভক্তদের সেলফি তোলার আবদারও নাকচ করে দিচ্ছেন তারা। এমনকি কখনও কখনও সেলফি তোলার আবেদনে কর্ণপাত পর্যন্ত করছেন না ক্রিকেটাররা। এমনই এক কাণ্ড ঘটে গেল ভারত অধিনায়ক বিরাট কোহলির সাথে।
এই মুহূর্তে স্যোসাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে বিরাট কোহলি হেঁটে যাচ্ছিলেন সেই সময় বিরাট কোহলি কে সামনে পেয়ে এক মহিলা ভক্ত সেলফি তোলার জন্য তার দিকে এগিয়ে যান কিন্তু কোহলি সেই আবেদনে বিন্দুমাত্র কর্ণপাত করেন নি। সোজা হেঁটে চলে গেলেন। ঠিক কোন জায়গায় এই ঘটনাটি ঘটেছে সেই ব্যাপারে এখনও পরিষ্কার ভাবে কিছু জানা যায় নি।
তবে মনে করা হচ্ছে ঘটনাটি ঘটেছে ধর্মশালায়। ধর্মশালায় ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির জন্য ভেস্তে যায় তারপর যখন ভারতীয় দল ধর্মশালা ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন সেই সময় এই ঘটনাটি ঘটে। উল্লেখ্য, করোনা ভাইরাসের প্ৰভাবে এই মুহূর্তে বিসিসিআই সমস্ত ধরনের ক্রিকেট বন্ধ করে দিয়েছে। আর সেই কারণেই ভারতের ক্রিকেটাররা এই মুহূর্তে সকলেই রয়েছে নিজস্ব ঘরে।