ক্যারিবিয়ানদের বিরুদ্ধে T-20 সিরিজের দল ঘোষণা করলো BCCI, বাদ পড়লেন বিরাট কোহলি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: যেমনটা প্রত্যাশা করা হচ্ছিল ঠিক তেমনটাই ঘটলো। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়লেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। যদিও তাকে বাদ দেওয়ার তত্ত্ব মেনে নিতে নারাজ বিসিসিআই। বিভিন্ন সূত্র মারফত তারা জানিয়ে দিয়েছে যে তারকা পেস বোলার যশপ্রীত বুমরার মতোই তাকেও এই শহর থেকে বিশ্রাম দেওয়া হচ্ছে। কিন্তু ইংল্যান্ডে এখনও অবধি মাত্র দু’টি টি-টোয়েন্টি ম্যাচ ও একটি টেস্ট ম্যাচ খেলা কোহলিকে বিশ্রাম দেওয়া টা কতটা যুক্তিযুক্ত সেই নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।

এই সিরিজে দলে ফেরানো হয়েছে কুলদীপ যাদব এবং লোকেশ রাহুলকে। যদিও তারা শেষ পর্যন্ত এই স্কোয়াডে সামিল হবেন কিনা তা নির্ভর করছে তাদের ফিটনেস রিপোর্টের উপর। দুজনেই ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ শুরুর আগে অনুশীলনের সময় চোট পেয়ে ছুটে গিয়েছিলেন দল থেকে। লোকেশ রাহুল কুঁচকিতে মারাত্মক চোট পেয়েছিলেন যার জন্য অপারেশন করাতে তিনি জার্মানিতে ছুটে গিয়েছিলেন। জুলাইয়ের প্রথম সপ্তাহেই তার সফল অপারেশন সম্পন্ন হয়। এই মুহূর্তে রিহ্যাব করে ম্যাচ ফিটনেস ফিরে পেতে মরিয়া কর্নাটকের তারকা ব্যাটসম্যান। অপরদিকে কুলদীপ যাদব নেটে ব্যাটিং প্র্যাকটিস করার সময় ডান হাতে চোট পেয়েছিলেন। আশা করা হচ্ছে যে তিনিও ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।

২৯ শে জুলাই ত্রিনিদাদে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি খাওয়াবে। তারপর মাঝে দুদিনের বিশ্রাম হওয়ার পর পয়লা এবং দোসরা আগস্ট সেন্ট কিটসের মাটিতে দ্বিতীয় ও তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি খেলবেন রোহিতরা। তারপর মাঝে চারদিন বিশ্রামের পর ৬ এবং ৭ই আগস্ট উত্তর আমেরিকার ফ্লোরিডায় শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুই প্রতিপক্ষ।

৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষান, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, দীপক হুডা, শ্রেয়স আইয়ার, দীনেশ কার্তিক, রিশভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবি অশ্বিন, রবি বিশ্নই, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, হর্ষল প্যাটেল, অর্শদীপ সিং

Reetabrata Deb

সম্পর্কিত খবর