“প্রিয় নরেন্দ্র মোদী স্যার…..”, প্রধানমন্ত্রীর অভিনন্দনের বার্তা পেয়ে “বিরাট” কৃতজ্ঞতা প্রকাশ কোহলির, জানালেন….

   

বাংলা হান্ট ডেস্ক: T20 বিশ্বকাপে (ICC Men’s T20 World Cup) ফের একবার জয় হাসিল করেছে টিম ইন্ডিয়া (India National Cricket Team)। দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে T20 বিশ্বকাপ ঘরে তোলার ক্ষেত্রে ফাইনাল ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। সমগ্র টুর্নামেন্ট জুড়ে তাঁর ব্যাট থেকে কাঙ্ক্ষিত রান না এলেও ফাইনালের মঞ্চে তিনি কার্যত জ্বলে উঠেছিলেন। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে তিনি করেন ৭৬ রান।

এদিকে, কোহলির এই রানের ওপর ভর করে ভারতের স্কোর ভালো জায়গায় পৌঁছে যায় এবং শেষ পর্যন্ত বাজিমাত করে ভারত। এমতাবস্থায়, বিশ্বকাপ জয়ের পরেই বিরাট কোহলিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। “এক্স” মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে কোহলিকে অভিনন্দন জানানোর পাশাপাশি তিনি যে নতুন প্রজন্মের খেলোয়ারদের অনুপ্রাণিত করবেন সেই বিষয়টিও উপস্থাপিত করেছেন প্রধানমন্ত্রী। এদিকে, কোহলিও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বড় প্রতিক্রিয়া দিয়েছেন।

বিরাট কোহলি “এক্স” মাধ্যমে জানিয়েছেন, “প্রিয় নরেন্দ্র মোদী স্যার, সবসময় আমাকে সমর্থন করা ও উৎসাহ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। যে ভারতীয় দল T20 বিশ্বকাপ জিতেছে সেই দলের দলের অংশ হওয়াটা সবসময় সম্মানের। এই জয়ের মাধ্যমে আমরা খুবই আনন্দিত। সমস্ত দেশবাসী যে আনন্দ পেয়েছে তাতে আমরা মুগ্ধ ও অভিভূত।”

আরও পড়ুন: “যেকোনও দেশই সন্ত্রাসবাদের নিন্দা করবে, কিন্তু…’, ভারত-পাকিস্তান সম্পর্কে এবার বিরাট প্রতিক্রিয়া আমেরিকার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছিলেন: বিরাট কোহলিকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী লিখেছিলেন, “প্রিয় বিরাট কোহলি, আপনার সাথে কথা বলতে পেরে আমি খুশি। আপনি ফাইনালে দুর্দান্ত খেলা দেখিয়েছেন এবং ভারতের ব্যাটিংকে আপনি দুর্দান্তভাবে এগিয়ে নিয়ে গেছেন। আপনি ক্রিকেটের তিনটি ফরম্যাটেই দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছেন। আমি নিশ্চিত যে আপনি নতুন প্রজন্মের খেলোয়াড়দের উৎসাহ দিতে থাকবেন।” এদিকে, বিরাট কোহলিকে অভিনন্দন জানিয়ে রাহুল গান্ধীও একটি পৃথক পোস্ট করেছিলেন। কিন্তু, কোহলি শুধুমাত্র প্রধানমন্ত্রীর পোস্টের রিপ্লাই দেন।

আরও পড়ুন: জিম্বাবোয়ে সফরে নয়, টিম ইন্ডিয়ার সাথে কবে যুক্ত হচ্ছেন নতুন কোচ? রাখঢাক না রেখে জানালেন জয় শাহ

ফাইনালে “বিরাট” পারফরম্যান্স কোহলির: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, চলতি বছরের T20 বিশ্বকাপের পুরো টুর্নামেন্ট জুড়েই তেমন নজর কাড়তে পারেননি বিরাট কোহলি। বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে সেমিফাইনাল পর্যন্ত ৭ ইনিংসে তিনি করেছিলেন মাত্র ৭৫ রান। কিন্তু ফাইনালে পৌঁছেই কোহলি আরও একবার দেখিয়ে দিলেন কেন তাঁকে বড় ম্যাচের খেলোয়াড় বলা হয়। ওই ম্যাচে ৫৯ বলে ৭৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন কোহলি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর