বাংলা হান্ট ডেস্ক: মেলবোর্ন টেস্টের প্রথম দিনে দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ার ব্যাটার স্যাম কনস্টাস। কিন্তু তাঁর হাফ-সেঞ্চুরির ইনিংসের সময় তাঁকে ধাক্কা দেন বিরাট কোহলি (Virat Kohli)। আর সেই কারণেই এবার বড়সড় শাস্তির সম্মুখীন হলেন বিরাট। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, চতুর্থ টেস্টের প্রথম দিনেই বিরাট কোহলিকে জরিমানা করেছেন ম্যাচ রেফারি।
শাস্তির সম্মুখীন হলেন বিরাট (Virat Kohli):
এমতাবস্থায়, বিরাট কোহলির (Virat Kohli) ম্যাচ ফি ২০ শতাংশ কমানো হয়েছে। খবরে বলা হয়েছে, বিরাট কোহলিকে লেভেল ১-এ দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে, এটা স্বস্তির বিষয় যে বিরাট কোহলিকে শুধুমাত্র একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। অর্থাৎ, তাঁকে পরের ম্যাচে সাসপেন্ড হতে হবে না।
Virat Kohli and Sam Konstas exchanged a heated moment on the MCG. #AUSvIND pic.twitter.com/QL13nZ9IGI
— cricket.com.au (@cricketcomau) December 26, 2024
বিরাট নিজের অপরাধ স্বীকার করে নেন: মেলবোর্ন টেস্টের প্রথম দিনের খেলা শেষ হতে না হতেই ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সামনে হাজির হন বিরাট কোহলি (Virat Kohli)। সেখানে নিজের অপরাধ স্বীকার করেন তিনি। এরপর বিরাট কোহলির ম্যাচ ফি-র ২০ শতাংশ কেটে নেওয়ার নির্দেশ দেন ম্যাচ রেফারি। মেলবোর্ন টেস্টের প্রথম দিনে ১০ ওভার শেষ হওয়ার পর কনস্টাসকে ধাক্কা মারেন কোহলি। বিরাট আসলে সেই সময়ে অন্য প্রান্তে স্লিপের দিকে যাচ্ছিলেন এবং স্যাম কনস্টাসও তাঁর এন্ড পরিবর্তন করছিলেন। এরপর কোহলি সরাসরি ১৯ বছর বয়সী এই ব্যাটারের দিকে এসে তাঁর কাঁধে ধাক্কা করেন। এই ঘটনার পর বিরাট কোহলির তীব্র সমালোচনা হয়।
আরও পড়ুন: জমে যাবে ২০২৫-এর IPL, ব্যাট হাতে ঝড় তুললেন KKR-এর এই তরুণ খেলোয়াড়, চার-ছয়ের হল বন্যা
বিরাটের সমালোচনা করেছেন রবি শাস্ত্রীও: ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীও বিরাট কোহলির (Virat Kohli) সমালোচনা করেছেন। মেলবোর্নে ধারাভাষ্য দিচ্ছিলেন রবি শাস্ত্রী। ম্যাচের পরে বিশ্লেষণের সময়ে তিনি বলেছিলেন যে বিরাট কোহলির এহেন কাজ করার কোনও দরকার নেই। প্রসঙ্গত উল্লেখ্য যে, অস্ট্রেলিয়ায় বিরাট কোহলির এমন ঘটনা এই প্রথম নয়। কোহলি তাঁর প্রথম অস্ট্রেলিয়া সফরে দর্শকদের দিকে অশালীন অঙ্গভঙ্গি করেছিলেন। যার ফলে ম্যাচ রেফারি তাঁকে শাস্তি দিয়েছিলেন।
আরও পড়ুন: সমুদ্রে চিন-পাকিস্তানের দাদাগিরির দিন শেষ! যোগ্য জবাব দিতে প্রস্তুত INS সুরত, শক্তি বাড়ল নৌসেনার
অসাধারণ এক ইনিংস খেলেছেন স্যাম কনস্টাস: তবে, এই ঘটনার পরেও দুর্দান্ত এক এক ইনিংস খেলেন কনস্টাস। মাত্র ১৯ বছর বয়সী এই খেলোয়াড়ের জন্য এটিই প্রথম পরীক্ষা ছিল এবং তিনি প্রথম ইনিংসেই নিজের দাপট বাজায় রেখেছিলেন। বুমরাহর বিরুদ্ধে দু’টি ছক্কা হাঁকান এই খেলোয়াড়। ৬৫ বলে ৬০ রানের ইনিংস খেলেন কনস্টাস। উসমান খোয়াজার সাথে ১৯.২ ওভারে ৮৯ রানের জুটি গড়েন এই খেলোয়াড়। রবীন্দ্র জাদেজার বলে কনস্টাস LBW হয়ে আউট হন।