IPL ট্রফি নিয়ে কোহলিভক্তকে ব্যঙ্গ করায় বন্ধুর হাতে খুন রোহিত শর্মার ভক্ত

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আপনি নিশ্চয়ই এর আগে খেলা নিয়ে নিজের কাছের বন্ধুর সঙ্গে তর্ক বিতর্ক করেছেন। ইস্টবেঙ্গল নাকি মোহনবাগান? রোনাল্ডো নাকি মেসি? রজার ফেডেরার নাকি রাফায়েল নাদাল? সচিন টেন্ডুলকার নাকি ব্রায়ান লারা? এরকম নানাবিধ ক্রীড়াবিদ বা দলের মধ্যে কে সেরা নিয়ে আমাদের নিজবন্ধুদের সঙ্গে আমাদের মাঝে মধ্যেই তর্ক-বিতর্ক হয়ে থাকে। বেশির ভাগ ক্ষেত্রেই এই তর্ক-বিতর্ক একটা নির্দিষ্ট সীমার মধ্যে আটকে যায় এবং তাতে পারস্পারিক সম্পর্কের ওপর কোনো প্রভাব পড়ে না।

কিন্তু ক্রীড়াপ্রেমীদের মধ্যে এমন মানুষও আছেন যারা তর্ক-বিতর্কগুলিকে এমন পর্যায়ে নিয়ে যান যেখান থেকে গিয়ে মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায় দুই বন্ধুর। নিজের প্রিয় দলকে নিয়ে কটু কথা শোনার কারণে দীর্ঘদিন নিজের আত্মীয়র বাড়ি পা রাখেন না, এমন উদাহরণও খুঁজলে পাওয়া যাবে। কিন্তু খেলা নিয়ে তর্কের মধ্যে ঝোঁকের মাথায় নিজের বন্ধুকেই খুন করে ফেলছে আরেক বন্ধু এমন ঘটনার কথা শুনেছেন কি?

ঠিক এমনই গায়ে কাঁটা দেওয়া ঘটনা ঘটলো তামিলনাড়ুতে। মুম্বাই ইন্ডিয়ান্স এবং রোহিত শর্মার এক ভক্ত নিজের বন্ধুকে যিনি আরসিবি ও বিরাট কোহলির ভক্ত, ব্যঙ্গ করায় নিজের বন্ধুর হাতেই খুন হলেন। ঠিক এমনই গায়ে কাঁটা দেওয়া ঘটনা ঘটেছে গত মঙ্গলবার। রোহিত শর্মার সেই ভক্তকে শুধুমাত্র ব্যঙ্গ করার কারণে ছুরি মেরে খুন করেছেন তার বিরাট কোহলিভক্ত বন্ধু।

সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী ২১ বছর বয়সী ধর্মরাজ এবং ২৬ বছর বয়সী ভিগনেশ মাতাল অবস্থায় ক্রিকেট নিয়ে তর্কে জড়িয়ে ছিলেন। ওই অবস্থাতেই ভিগণেশ বিরাট কোহলি এবং আরসিবিকে নিয়ে কিছু এমন মন্তব্য করেন যা একেবারেই সহ্য হয়নি ধর্মরাজের। আইপিএলে এতগুলো মরশুম কাটিয়ে দেওয়ার পরও এখনও ট্রফি ঘরে তুলতে পারেনি রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সেই নিয়ে মাঝেমধ্যেই ধর্মরাজকে ব্যঙ্গ করতেন তার বন্ধু ভিগনেশ।

ওই দিন রাত্রে অতিরিক্ত মদ্যপান করা ঝোঁকের মাথায় বন্ধুকে ছুরি মেরে বসেন ধর্মরাজ। বুধবার সকালে স্থানীয় পুলিশের কানে খবরটা যায় এবং তারা এসে ভিগনেশের দেহ উদ্ধার করেন। আরিয়ালুর মেডিকেল কলেজে মৃতদেহের অটপ্সি করা হয়। তার আগেই ধর্মরাজকে গ্রেফতার করা হয়েছিল এবং তার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।


Reetabrata Deb

সম্পর্কিত খবর