বিশ্ব একাদশ বাছা হল বছরের শেষ দিনে, চার ভারতীয় প্লেয়ার জায়গা পেলেও বাদ বিরাট কোহলি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ২০২১ সালটা ভারতীয় ক্রিকেটের জন্য ভালো-মন্দ মিশিয়ে কেটেছে। বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় টেস্ট দল বিশ্বের সেই সব দেশেও সিরিজ জিতেছিল যেখানে দল কখনও সিরিজ জিতে দেখাতে পারেনি। সেই সঙ্গে ক্রিকেটারদের পারফরম্যান্সও ছিল চমৎকার। এদিকে বছরের শেষ দিনে ২০২১ সালের সেরা টেস্ট দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই দলে চার ভারতীয় খেলোয়াড়কে জায়গা দেওয়া হয়েছে। কিন্তু জায়গা পাননি বিরাট কোহলি।

ভারতের সীমিত ওভারের অধিনায়ক রোহিত শর্মা এবং সিনিয়র অফ-স্পিনার আর অশ্বিন সহ চার ভারতীয় খেলোয়াড় ক্রিকেট অস্ট্রেলিয়ার বছরের সেরা ১১-এর অন্তর্ভুক্ত হয়েছেন। রোহিত ও অশ্বিন ছাড়াও এতে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান রিশভ পন্থ এবং বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেলও। আশ্চর্যের বিষয়, এই তালিকায় জায়গা পাননি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বা পাকিস্তানের বাবর আজম।

virat kohli 123

শ্রীলঙ্কার দিমুথ করুনারত্নের সঙ্গে ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন রোহিত। তৃতীয় স্থান পেয়েছেন অজি তারকা মার্নাস লাবুসানে। তার পরেই আছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট যিনি চলতি বছরে কার্যত একাই টেনেছেন ইংল্যান্ড দলকে। এরপরে রয়েছেন পাকিস্তানের ফাওয়াদ আলম এবং রিশভ পন্থ। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে দুর্দান্ত পারফর্ম করা পন্থকে উইকেটরক্ষক করা হয়েছে।
স্পিন বিভাগে জায়গা দেওয়া হয়েছে দুই ভারতীয় অফস্পিনার রবি অশ্বিন ও অক্ষর প্যাটেলকে। এ বছর টেস্টে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন অশ্বিন। যেখানে ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম করে দলে জায়গা নিশ্চিত করেছেন অক্ষর। এবাদে জায়গা পেয়েছেন পাকিস্তানের দুই পেসার হাসান আলী এবং শাহিন আফ্রিদি।

গোটা দলটি অনেকটা এইরকম:
রোহিত শর্মা, দিমুথ করুনারত্নে, মার্নাস লাবুসানে, জো রুট, ফাওয়াদ আলম, ঋষভ পান্ত, রবিচন্দ্রন অশ্বিন, কাইল জেমিসন, অক্ষর প্যাটেল, হাসান আলী এবং শাহিন শাহ আফ্রিদি

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর