বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকাল লখনৌয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামের মন্থর পিচে লখনৌ সুপার জায়ান্টস (LSG) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) ম্যাচ অত্যন্ত বিরক্তিকর ভাবে এগিয়েছিল। শেষপর্যন্ত অধিনায়ক লোকেশ রাহুলের চোটের কারণে টপ অর্ডারে তার অনুপস্থিতিতে লখনৌকে, আরসিবির কাছে ১৮ রানের ব্যবধানে হার মানতে হয়। কিন্তু এরপর যাবতীয় নজর সকলের ঘুরে যায় বিরাট কোহলি (Virat Kohli) বনাম গৌতম গম্ভীর (Gautam Gambhir) দ্বন্দ্বের দিকে।
ম্যাচ শেষে প্রথম নবীন উল হক এবং বিরাট কোহলির মধ্যে ঝামেলা শুরু হয়। অনেকেই অবশ্য খেয়াল করেছিলেন যে দ্বিতীয় ইনিংসের শেষ দিক থেকেই দুই ক্রিকেটার একে অপরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছিলেন। এরপরে এই নিয়ে কোহলি এবং গম্ভীর আবার নিজেদের মধ্যে বিতর্কে জড়িয়ে যান। দুই দলের ক্রিকেটেররাই অনেক চেষ্টা করেও তাদেরকে আটকাতে পারেননি। এরপর আরসিবি তারকা ও মেন্টর একে অপরের মুখোমুখি হন এবং তাদের মধ্যে কিছুক্ষণ উত্তপ্ত আলোচনা চলে। এরপর অমিত মিশ্র এবং লোকেশ রাহুল দুজনকে সরিয়ে দেন। তবে দুজনের মুখেই অসন্তুষ্টি ছিল স্পষ্ট।
অনেকের মতে এই ঝামেলার সূত্রপাত দুই দলের আগের সাক্ষাৎ থেকেই চলছে। ব্যাঙ্গালোরে প্রথম সাক্ষাতে আরসিবিকে হারানোর পর গৌতম গম্ভীরের সেই দলের ভক্তদের প্রতি আচরণ খুব একটা সুবিধার ছিল না। যদিও অনেকেই দাবি করেছেন তার কারণ ছিল গোটা ম্যাচ জুড়ে তাদের ডাগ আউট এর পেছনে উপস্থিত আরসিবি ভক্তদের কুরুচিকর নানান মন্তব্য। এদিন বিরাট কোহলিও লখনৌয়ের ঘরের মাঠে প্রতিটি উইকেটের পর যেভাবে উদযাপন করছিলেন তা ক্রিকেট ভক্তদের একাংশর চোখে অত্যন্ত উগ্র দেখিয়েছে। অনেকেরই দাবি গম্ভীরের গত ম্যাচের উগ্র উদযাপনের কথা মনে রেখে বিরাট কোহলিও কাল অত্যন্ত উগ্র ছিলেন।
ম্যাচ শেষে এই উত্তপ্ত বাদানুবাদে জড়ানোর কারণে ম্যাচ ফি-এর শতভাগ জরিমানা করা হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তারকা বিরাট কোহলি ও লখনৌ সুপারজায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীরের। কোহলির জরিমানা হয়েছে ১.০৭ কোটি টাকা ও গম্ভীরের ক্ষেত্রে টাকার অঙ্ক ২৫ লাখ। জরিমানা হয়েছে লখনৌয়ের আফগান পেসার নাভিন উল হকেরও। তাকে দিতে হয়েছে প্রায় ২ লক্ষ টাকা।
বিরাট কোহলি চলতি আইপিএলে একাধিকবার জরিমানার মুখে পড়েছেন। এর আগে চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে যে ম্যাচে নেমেছিলেন সেখানে স্লো ওভার রেটের জন্য যখন আরসিবির প্রত্যেক মাঠে থাকা ক্রিকেটারকে জরিমানা দিতে হয়েছিল তখন বিরাট কোহলিকে ১২ লক্ষ টাকা দিতে হয়েছিল নিজের জরিমানা হিসাবে। এরপর অধিনায়ক হিসেবে তিনি পাঞ্জাব সুপার কিংস ম্যাচে জয়ের মুখ দেখলেও সেই ম্যাচে তাকে স্লো ওভার রেটের জন্য ২৪ লক্ষ টাকা জরিমানা দিতে হয়। অর্থাৎ চলতি আইপিএলে কোহলিকে এখনো অবধি ১ কোটি ৪৩ লক্ষ টাকা জরিমানা হিসাবে দিতে হয়েছে।