জরিমানা হলো কোহলির! কেন? জেনে নিন

 

বাংলা হান্ট ডেস্ক:জরিমানা হল বিরাট কোহলির। গত দিন আফগানিস্থানের বিরুদ্ধে ম্যাচ এ আম্পায়ারের সাথে তর্ক বিতর্ক তে জড়ালেন কোহলি। এর ফলেই ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা এবং একটি ডিমেরিট পোয়েন্ট ও যুক্ত হয়।

ভারত-আফগানিস্তান ম্যাচের  ২৯তম ওভারে ঘটনাটি ঘটে। সামির বলে জাজাইয়ের বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদন করেছিলেন কোহলি কিন্তু সেই আবেদন ফিরিয়ে দেন আম্পায়ার আলিম দার। এর পরই শুরু হয় কোহলির সাথে তাঁর তর্কাতর্কি।

19ebe img 20190624 wa0002

আইসিসির তরফে জানানো হয়, আচরণবিধি লঙ্ঘন করেছেন কোহলি।তবে নিজের দোষ মেনে নেওয়ায় আলাদা করে শুনানির প্রয়োজন এক্ষেত্রে পড়েনি।

তবে এবার আরও সাবধান থাকতে হবে অধিনায়ক কে, কারণ আরেকটি ডেমিরিট পয়েন্ট যুক্ত হলে কোহলি একটি টেস্ট ম্যাচ কিংবা দুটি ওয়ানডে, টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ হতে পারেন।

সম্পর্কিত খবর