বিশ্বকাপে দুরন্ত ব্যাটিংয়ের পুরস্কার পেলেন বিরাট, ICC ক্রমতালিকায় ঘটলো উন্নতি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ক্রিকেট বিশ্ব এখনও ব্যাট হাতে রবিবার বিরাট কোহলির খেলা ৮২ রানের সেই অপরাজিত ইনিংসের কথা ভুলতে পারেননি। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে একটি স্মরণীয় জয় নথিবদ্ধ করতে সাহায্য করেছিল। এটি এই ফরম্যাটে কোহলির খেলা সেরা ইনিংস হিসাবেও দেখছেন অনেকে। প্রায় একক দক্ষতাতেই ভারতীয় ব্যাটিং লাইন-আপকে সামলেছিলেন তিনি।

সেই রবিবার ঐতিহ্যবাহী মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের করা ১৫৯ রান তাড়া করতে গিয়ে পাওয়ার প্লে-তেই ৪ উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। সেই টপ অর্ডারকে হারানোর পরও বিরাট প্রথম অত্যন্ত ধীরে এবং শেষদিকে প্রবল আগ্রাসী ব্যাটিং করে ৫৩ বলে ৬ টি চার এবং ৪ টি ছক্কার সাহায্যে অপরাজিত ৮২ রান করে। শেষ ওভার অবধি ক্রিজে থেকে দলের জয় নিশ্চিত করে আসেন তিনি। এই দুরন্ত ইনিংস খেলার পুরস্কারও পেয়েছেন তিনি।

Kohli ashwin

সদ্য প্রকাশিত আইসিসি টি-টোয়েন্টি ফরম্যাটের ব্যাটারদের ক্রমতালিকায় কোহলি পাঁচ ধাপ লাফিয়ে তালিকায় নবম স্থানে উঠে এসেছেন। ভারতের আরেক তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব ফের একবার বড় ম্যাচে ব্যর্থ হওয়ায় ক্রমতালিকায় দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থানে নেমে গিয়েছেন। পাকিস্তানের ওপেনার মহম্মদ রিজওয়ানের শীর্ষস্থান ধরে রাখলেও বাবর আজম এক ধাপ পিছিয়ে ৪ নম্বরে নেমে গিয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করা কনওয়ে ২ নম্বর স্থানে উঠে এসেছেন।

টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকা (প্রথম ১০):

• মহম্মদ রিজওয়ান
• ডেভন কনওয়ে
• সূর্যকুমার যাদব
• বাবর আজম
• এইডেন মার্করম
• ডেভিড মালান
• অ্যারণ ফিঞ্চ
• পাথুম নিশাঙ্কা
• বিরাট কোহলি
• মহম্মদ ওয়াসিম


Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর