দ্রাবিড়ের দেওয়াল টপকে গেলেন বিরাট কোহলি, সামনে শুধু সচিন

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গত কয়েকটি ম্যাচ ধরে বিরাট কোহলিকে আবার নিজের পরিচিত এবং পুরনো ছন্দে দেখা যাচ্ছে। এশিয়া কাপে তিনি ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ এবং টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন। দুটি অর্ধশতরানের পাশাপাশি করেছিলেন টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের প্রথম শতরান। রিকি পন্টিংকে ছুঁয়ে ফেলেছিলেন তিনি সর্বোচ্চ শতরানকারীদের তালিকায়।

এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম দুই ম্যাচে একটু অস্বস্তিতে দেখালেও তৃতীয় ম্যাচে ফের স্বমহিমায় কোহলি। অস্ট্রেলিয়ার দেওয়া ১৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বিরাট ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছিলেন যা খুব একটা সহজ ছিল না কারণ ভারত তাড়াতাড়ি লোকেশ রাহুল এবং রোহিত শর্মাকে হারিয়ে ফেলেছিল। শেষ ওভার অব্দি কৃষি থেকে ভারতের একপ্রকার নিশ্চিত করে দিয়ে তারপর আউট হয়েছিলেন কোহলি।

v kohli

বিরাটের এই ফর্ম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতকে স্বস্তি দিচ্ছে। রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনেই যদি এইরকম ক্রিকেট খেলতে থাকেন তাহলে খুব সহজেই ভারতীয় দল গতবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা কাটিয়ে উঠতে পারবে এবং টুর্ণামেন্টে অনেক দূর অবধি যাবে।

এরই মধ্যে গতকাল দুর্দান্ত ব্যাটিং করে রাহুল দ্রাবিড়কে পেছনে ফেলে দিয়েছেন বিরাট কোহলি। ভারতের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় খুব স্বাভাবিকভাবেই সবচেয়ে এগিয়ে রয়েছেন সচিন টেন্ডুলকার। তারপরেই ছিলেন ভারতীয় ক্রিকেটের বল বলে পরিচিত রাহুল দ্রাবিড় তিনি বর্তমানে কোহলিদের কোচিংয়ের দায়িত্বে রয়েছেন। কাল একটি অসাধারণ ইনিংস খেলে বিরাট কোহলি তাকে টপকে গিয়েছেন। সামনে এখন শুধুমাত্র সচিন যাকে টপকাতে গেলে এখনও প্রায় দশ হাজারেরও বেশি রান করতে হবে বিরাটকে।

আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা:

১.সচিন টেন্ডুলকার: ৩৪,৩৫৭ রান, ১০০টি শতরান, ১৬৪টি অর্ধশতরান
২.বিরাট কোহলি: ২৪,০৭৮ রান, ৭১টি শতরান, ১২৫টি অর্ধশতরান
৩.রাহুল দ্রাবিড়: ২৪,০৬৪ রান, ৪৮টি শতরান, ১৪৫টি অর্ধশতরান

Reetabrata Deb

সম্পর্কিত খবর