বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ আসামের বর্ষাপাড়া স্টেডিয়ামে কেরিয়ারের ৭৩ তম আন্তর্জাতিক শতরানটি পেয়েছেন বিরাট কোহলি। তার অসাধারণ ইনিংসে ভর করে প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে আজ ৬৭ রানের ব্যবধানে হারাতে পেরেছে ভারতীয় দল। বিরাট কোহলির ১১৩ রানের ইনিংসটি ছাড়াও ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন রোহিত শর্মা এবং শুভমান গিল।
বিরাট কোহলি নিজের ৪৫ তম ওডিআই শতরান সম্পূর্ণ করতে সময় নিয়েছিলেন ৪৮ তম ওভার অবধি। শতরাং করে উচ্ছ্বাসে লাফিয়ে ওঠেন তিনি। কিন্তু তার আগে এমন একটি ঘটনা ঘটেছিল যেটা নিয়ে খুব একটা সন্তুষ্ট হতে পারেননি বিরাট। মুহূর্তের ভুলচুক হলে সেই সময় রান আউট হয়ে নিজের শতরান হাতছাড়া করতে পারতেন তিনি।
ঘটনাটি ঘটেছিল ম্যাচের ৪৩ তম ওভারে এবং সেই ঘটনার সঙ্গে জড়িয়ে ছিলেন ভারতের বর্তমান সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ওই ওভারে বিরাট কোহলি কসুন রাজিতার একটি ডেলিভারি হালকাভাবে ডিপ স্কোয়ার লেগ এর দিকে ঠেলে দেন। তার ইচ্ছা ছিল দুটি রান পূর্ণ করার। প্রথম রানটি নেওয়ার পর যথেষ্ট সময় থাকা সত্ত্বেও হার্দিক পান্ডিয়া দ্বিতীয় রানটি নিতে অস্বীকার করেন এবং প্রায় মাঝ পিচ অবধি চলে আসা বিরাট কোহলিকে ফেরত পাঠিয়ে দেন।
— Guess Karo (@KuchNahiUkhada) January 10, 2023
এই ঘটনার পর বিরাট কোহলির হার্দিক পান্ডিয়াকে মাঠের মধ্যে প্রশ্ন করেন যে তিনি রানটি কেন নিলেন না। কিন্তু হার্দিক পান্ডিয়া অবজ্ঞার ভঙ্গিতে বিরাট কোহলি প্রশ্নটিকে উড়িয়ে দেন। কোহলি এই সময় রাগে বেশ কিছুটা সময় চুপচাপ তাকিয়ে থাকেন ভারতের সহ অধিনায়কের দিকে। যদিও এই নিয়ে পরে আর কোন সমস্যা হয়নি বিরাট কোহলি নিজের শতরান পূর্ণ করেন কিন্তু হার্দিক পান্ডিয়া ১১ বলে ১৪ রান করে বড় শট খেলতে গিয়ে ক্যাচ আউট হয়ে ফিরে যান।
এই ঘটনা দেখার পরে নেটিজেনরা আক্রমণ করেছেন হার্দিক পান্ডিয়াকে। টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক এবং ওডিআই ফরম্যাটে সহ অধিনায়ক হয়ে নিজেকে অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন হার্দিক, এমন অভিযোগও তোলা হচ্ছে তার বিরুদ্ধে। যদিও বিরাট কোহলি পরবর্তীতে সাক্ষাৎকারের সময় এই নিয়ে কোনও মন্তব্যই করেননি, তাও বিরাট ভক্তদের হাত থেকে সহজে লেখাই পাচ্ছেন না হার্দিক।