আহমেদাবাদে ১ লক্ষ দর্শক দেখে ঘাবড়ে যাওয়া বাবরের একমাত্র প্রাপ্তি কোহলির সই করা জার্সি

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ দীর্ঘদিন ধরে ক্রিকেট সমর্থকরা যে মুহূর্তগুলির অপেক্ষা করছিলেন সেই মুহূর্তগুলো গতকাল চলে গিয়েছে। ওডিআই বিশ্বকাপের (2023 ODI World Cup) ম্যাচে আবারও মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তানের (India vs Pakistan) আর গত ৭ বারের মতো এবারও আহমেদাবাদে (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) আয়োজিত ম্যাচের ফলাফলও এক। মহাতারকা বিরাট কোহলি (Virat Kohli) বা উঠতি তারকা শুভমান গিল (Shubman Gill) না চললেও রোহিত শর্মার (Rohit Sharma) ভারতীয় দলের (Indian Cricket Team) কাছে হার মেনেছে বাবর আজমের (Babar Azam) পাকিস্তান (Pakistan Cricket Team)।

যদিও টসে হারার পর বাবর আজমদের ব্যাটিংয়ের শুরুটা খারাপ হয়নি। ওপেনারদের মধ্যে ৪১ রানের একটি পার্টনারশিপ হয়। ওপেনার দুজন ফিললে পাকিস্তানের দুই তারকা ক্রিকেটার বাবর আজম (৫০) এবং মহম্মদ রিজওয়ান (৪৯) নিজেদের মধ্যে ৮২ রানের একটি পার্টনার শুরু করেছিলেন। কিন্তু বাবর, সিরাজের শিকার হয়ে ফিরতেই পতনের শুরু। ১৫৫-২ থেকে ১৯১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। বুমরার অসাধারণ বোলিংয়ের পাশাপাশি সিরাজ, হার্দিক, জাদেজা ও কুলদীপও ২টি করে উইকেট পান।

অনেকেই মনে করছেন যে আহমেদাবাদের পরিবেশ পাকিস্থানের এই পারফরম্যান্সের জন্য অনেকটাই দায়ী। এক লক্ষ ভারতীয় দর্শকের উপস্থিতি পাকিস্তানের ব্যাটারদের মনে বাড়তি চাপ তৈরি করেছিল। পাকিস্তান অধিনায়ক বাবর আজম আউট হয়ে যাওয়ার পর সেই চাপ আর কেউ উঠাতে পারেনি। গোটা ম্যাচে দর্শকরা ভারতের নামে জয়ধ্বনি দিয়ে গিয়েছেন এবং বিভিন্ন গান গেয়ে রোহিত শর্মাদের মনোবল বাড়িয়েছেন। ম্যাচের শেষে হতাশ বাবর আজমকে সম্ভবত এই বিষয় নিয়েই দীর্ঘক্ষন আলোচনা করতে দেখা যায় বিরাট কোহলির সাথে। ওই আলোচনা চলাকালীনই বিরাট কোহলির কাছ থেকে একটি টি-শার্টে অটোগ্রাফ নেন বাবর। সেই দৃশ্যটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া ভাইরাল।

টানা দুই ম্যাচে জেতার পর পাকিস্তান অধিনায়ক তৃতীয় ম্যাচে এই হারকে সহজ ভাবে নিলেও পাকিস্তানের টেকনিক্যাল ডিরেক্টর মিকি আর্থার কিছু বিষয়ে একেবারেই মেনে নিতে পারছেন না। ম্যাচের পর তিনি জানিয়েছেন, “কঠোর বাস্তবতা হচ্ছে, ভারত বনাম পাকিস্তানের এই ম্যাচটা কোনও আইসিসি ইভেন্টের অংশই মনে হয়নি। মনে হল যেন দ্বিপাক্ষিক সিরিজ বা বিসিসিআইয়ের কোনও ইভেন্ট। এমনকি মাইকে ‘দিল দিল পাকিস্তান’ গানটাও তেমন একটা বাজতে শুনলাম না। এসবের কিন্তু ম্যাচে একটা ভূমিকা থাকে; তবে এটাকে আমি অজুহাত হিসেবে ব্যবহার করব না।”

আরও পড়ুন: তেজি ঘোড়ার মতো ছুটছেন রোহিত! ভেঙে যাবে সৌরভ গাঙ্গুলীর এই অবিশ্বাস্য রেকর্ড

পাকিস্তান ভক্তরাও এই হারের পর অত্যন্ত কষ্ট পেয়েছেন। ভারতীয় ক্রিকেট ভক্তদের তরফ থেকে তাদের উদ্দেশ্য করে তীক্ষ্ণ বাক্যবাণ ছুঁড়ে দেওয়া হচ্ছে ম্যাচের পর থেকেই। ভারত এবং পাকিস্তানের এই বিশ্বকাপেই আবার সাক্ষাৎ হতে পারে। যদি সেমিফাইনালে দুই দল মুখোমুখি হয় তাহলে আবার একই রকম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হবে। ভারতীয় দল সেমিফাইনাল উঠলে তাদের ম্যাচ মুম্বাইতে আয়োজিত হওয়ার কথা। কিন্তু আইসিসি পাকিস্তানকে কথা দিয়েছে মুম্বাইতে তাদের কোনও ম্যাচ খেলতে হবে না সুরক্ষার কারণে। সেক্ষেত্রে ভারত এবং পাকিস্তান সেমিফাইনালে মুখোমুখি হলে সেই ম্যাচটি কলকাতায় (Kolkata) ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আয়োজিত হবে। পাকিস্তান ভক্তরা এখন থেকেই হুমকি দিতে শুরু করেছেন যে যদি সেমিফাইনালে আবার দেখা হয় তাহলে কলকাতার মাটিতেই বদলা নেওয়া হবে। আর দুইদলের যদি ফাইনালের সাক্ষাৎ ঘটে তাহলে ফের একবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই সেই মোক্ষম নাটকটি আয়োজিত হবে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর