বাংলা হান্ট ডেস্ক: মেলবোর্ন টেস্ট ম্যাচ অর্থাৎ বক্সিং ডে ম্যাচের আগে ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলির (Virat Kohli) জন্য দুঃসংবাদ সামনে এসেছে। যেটি সম্পর্কে জানার পর অবাক হবেন প্রত্যেকেই। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, মেলবোর্ন থেকে প্রায় ৯ হাজার কিলোমিটার দূরে বেঙ্গালুরুতে স্থিত বিরাট কোহলির One8 Commune পাবকে অগ্নি নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে নোটিশ জারি করেছে বেঙ্গালুরু সিভিক বডি।
বড় ধাক্কা পেলেন কোহলি (Virat Kohli):
জানিয়ে রাখি যে, চিন্নাস্বামী স্টেডিয়ামের কাছে কস্তুরবা রোডের রত্নমস কমপ্লেক্সের ষষ্ঠ তলায় অবস্থিত রয়েছে বিরাটের (Virat Kohli) এই পাবটি। যেটির বিরুদ্ধে বাধ্যতামূলক অগ্নি নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন বা ফায়ার বিভাগের কাছ থেকে অনুমোদনের শংসাপত্র না নিয়ে কাজ করার অভিযোগ আনা হয়েছে।
৭ দিনের ডেডলাইন: সামাজিক কর্মী ভেঙ্কটেশের একটি অভিযোগের পরে BBMP-র নোটিশ আসে। যিনি দাবি করেছিলেন যে অগ্নি নিরাপত্তা ব্যবস্থার অভাব ঝুঁকি তৈরি করতে পারে। এর পাশাপাশি One8 Commune-এর ম্যানেজমেন্ট পূর্ববর্তী নোটিশ সত্ত্বেও প্রতিক্রিয়া জানাতে বা সংশোধনমূলক ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে বলে জানা গেছে। এমতাবস্থায় ওই সিভিক বডি এখন সংস্থাটিকে উত্তর দেওয়ার জন্য ৭ দিনের সময়সীমা দিয়েছে। বিষয়টি নিশ্চিত করা না হলে আইনি ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তাও দেওয়া হয়েছে।
আরও পড়ুন: পুরনো গাড়ি কেনাবেচার আগে হয়ে যান সাবধান! সরকারের এই একটি সিদ্ধান্তেই মাথায় হাত আমজনতার
ইতিমধ্যেই নেওয়া হয়েছে ব্যবস্থা: প্রসঙ্গত উল্লেখ্য যে, কোহলির (Virat Kohli) মালিকানাধীন এই পাব সমস্যায় পড়ার ঘটনা এই প্রথম নয়। গত জুন মাসে, বেঙ্গালুরু পুলিশ নির্ধারিত সময়ের বাইরে খোলা থাকার জন্য One8 Commune-এর এমজি রোডের অন্যান্য পাবের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছিল।
আরও পড়ুন: হয়ে যান সতর্ক! এবার একইসাথে এই ব্যাঙ্ক এবং ফাইন্যান্স কোম্পানির ওপর বিপুল জরিমানা RBI-এর
ওই এফআইআর-এ অভিযোগ করা হয়েছিল যে, ওই পাবগুলি নির্ধারিত সময়ের (রাত ১ টা) বাইরে রাত দেড়টা পর্যন্ত খোলা ছিল। এমতাবস্থায়, গভীর রাতে এলাকায় উচ্চস্বরে গান বাজানোর অভিযোগের ভিত্তিতে পুলিশ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে। জানিয়ে রাখি যে, One8 Commune-এর বেঙ্গালুরু শাখাটি ২০২৩ সালের ডিসেম্বরে উদ্বোধন করা হয়েছিল। দিল্লি, মুম্বাই, পুণে এবং কলকাতার মতো দেশের অন্যান্য বড় শহরে এর শাখা রয়েছে।