ভুল সিদ্ধান্তের শিকার কোহলি, ব্যাটে বল লাগলেও আউট হলেন ভারতীয় অধিনায়ক! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ থেকে শুরু হয়েছে নিউজিল্যান্ড বনাম ভারতের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে অল্পের জন্য জয় পায়নি ভারতীয় দল। মুম্বাইয়ে তাই জিতে সিরিজ পকেটে পুরতে মরিয়া তারা। বৃষ্টির ফলে ভিজে আউটফিল্ডের কারণে মুম্বাইয়ে দ্বিতীয় টেস্ট আরম্ভ হতে দেরি হয় আজ। নির্ধারিত সময়ের প্রায় ২ ঘন্টা পরে টস হয়। দুপুর ১২ টা থেকে আরম্ভ হয় প্রথম ইনিংস। ভারতীয় শিবিরে প্রথম টেস্টের দল থেকে পরিবর্তন হবে জানা ছিল। তবে শেষপর্যন্ত দলের তরফ থেকে জানানো হয় যে চোটের কারণে বাধ্য হয়ে তাদের করতে হয়েছে তিনটি পরিবর্তন। নানান রকমের চোট মিলিয়ে ছিটকে গিয়েছেন অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা ও ইশান্ত শর্মা। তাদের বদলে দলে ফিরেছেন অধিনায়ক বিরাট কোহলি, জয়ন্ত যাদব এবং মহম্মদ সিরাজ।

আজ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছিলেন ময়ঙ্ক আগরওয়াল এবং শুভমান গিল। নিউজিল্যান্ডের দুই প্রধান তারকা বোলার যাদের নিয়ে শঙ্কা ছিল ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে, সেই টিম সাউদি এবং কাইল জেমিসন-কে কার্যত নিষ্ক্রিয় করে দেয় দুই ভারতীয় ওপেনার। অর্ধশতরান করেন ময়ঙ্ক আগরওয়াল। এই মুহূর্তে রয়েছেন শতরানের কাছাকাছি। কিন্তু ৪৪ রান করে শুভমান গিলের আউট হওয়ার পর থেকে শুরু হয় সমস্যা।

আজাজ প্যাটেলের বলে ফার্স্ট স্লিপে রস টেলরের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান শুভমান গিল। অল্পের জন্য অর্ধশতরান মিস করেন তিনি। কিন্তু এরপর যা ঘটে তা দেখে মাথায় হাত পড়ে যায় ভারতীয় সমর্থকদের। প্যাটেলের বলেই খাতা না খুলেই ড্রেসিংরুমে ফেরেন দুই তারকা ক্রিকেটার চেতেশ্বর পূজারা এবং বিরাট কোহলি। তার পরেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয় বিতর্ক।

virat kohli batting

কোহলির আউট হয়ে ফেরা নিয়ে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। লেগ বিফোর উইকেট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন কোহলি। কিন্তু রিল্পে দেখে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি যে বল আগে প্যাটে লাগে, নাকি ব্যাটে লাগে। অনেক ভক্তই মনে করছেন ভুল আউট দেওয়া হয়েছে কোহলি। সোশ্যাল মিডিয়ায় আম্পায়ারিং নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই। তারপরে ভারতের অবস্থা আরও খারাপ হয়েছে। আউট হয়ে ফিরে গিয়েছেন গত ম্যাচের হিরো শ্রেয়স আইয়ার। আজাজ প্যাটেলের চতুর্থ শিকার হয়ে ফিরেছেন তিনি। এই মুহূর্তে ক্রিজে লড়াই করছেন ময়ঙ্ক এবং ঋদ্ধিমান।


Reetabrata Deb

সম্পর্কিত খবর