বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের IPL-এ “বিরাট” দাপট দেখাচ্ছেন কোহলি (Virat Kohli)। এই মরশুমে এখনও পর্যন্ত তিনি ৯ টি ম্যাচে ৬৫ এভারেজে এবং ১৪৪ স্ট্রাইক রেটে ৩৯২ রান করেছেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল চলতি মরশুমে, সাই সুদর্শনের পরে তিনি দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে বিবেচিত হচ্ছেন। তিনি এই IPL-এ ৫ টি হাফ সেঞ্চুরিও করেছেন। এমতাবস্থায়, অরেঞ্জ ক্যাপের দৌড়ে কোহলি দ্বিতীয় স্থানে পৌঁছে গেছেন। তবে, কোহলির এই অসাধারণ পারফরম্যান্সের পেছনের রহস্য কী জানেন? বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
বিরাটের (Virat Kohli) সাথে রয়েছেন স্বয়ং হনুমানজি:
কোহলির সাথে রয়েছেন স্বয়ং হনুমানজি: জানিয়ে রাখি যে, বিরাট কোহলির (Virat Kohli) দুর্ধর্ষ পারফরম্যান্সের আসল রহস্য হলেন হনুমানজি। হ্যাঁ, ঠিক পড়েছেন। মূলত, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ খেলতে যাওয়ার আগে কোহলির একটি ছবি শেয়ার করেছে। যেখানে তাঁকে একটি গোলাপি রঙের টি-শার্ট পরিহিত অবস্থায় দেখা গিয়েছে। সবথেকে চমকপ্রদর বিষয় হল, সেই সময়ে কোহলির হাতে একটি কালো রঙের ব্যাগও রয়েছে।
View this post on Instagram
আর তাঁর (Virat Kohli) ব্যাগের ওপর হনুমানজির একটি ছোট মূর্তি ঝুলতে দেখা যায়। রিপোর্ট অনুসারে, বিরাট প্রায়শই এই মূর্তিটি নিয়ে ভ্রমণ করেন। এমতাবস্থায়, IPL-এর চলতি মরশুমেও, প্রতিটি ম্যাচেই কোহলি এই ব্যাগটি বহন করছেন। হয়তো এই কারণেই কোহলির ব্যাটে প্রচুর রান আসছে। যদিও, এটা দাবি করা যায় না। তবে এর আগেও কোহলিকে ভগবানের দর্শনের পর সেঞ্চুরি করতে দেখা গেছে।
আরও পড়ুন: মোক্ষম ঝটকা খেল পাকিস্তান! ঝিলাম নদীর জল ছেড়ে দিল ভারত, পড়শি দেশে জারি বন্যার সতর্কতা
জানিয়ে রাখি যে, চলতি বছরের জানুয়ারিতে, বিরাট কোহলি (Virat Kohli) কৃষ্ণনগরী বৃন্দাবনে গিয়েছিলেন এবং সেখানে তিনি প্রেমানন্দ মহারাজের দর্শন করেন। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করেন বিরাট। এর আগেও ২০২৩ সালের জানুয়ারি মাসে, কোহলি প্রেমানন্দ মহারাজের সাথে দেখা করেছিলেন। তারপর ১৬০ রানের একটি ইনিংস খেলেছিলেন বিরাট। এদিকে, টেস্ট ক্রিকেটে তাঁর সেঞ্চুরির খরাও শেষ করেছিলেন তিনি। এরপর, এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে তিনি প্রথমে সেঞ্চুরি করেন এবং তারপর ২০২৩ বিশ্বকাপে ৭০০-রও বেশি রান করে তিনি সমস্ত রেকর্ড ভেঙে দেন। এছাড়াও, নিম কারোলি বাবার আশ্রমে যাওয়ার পরেও কোহলি সেঞ্চুরি করেছিলেন।
আরও পড়ুন: বড়সড় দুর্নীতি রাজ্যে! ১,০০০ কোটির জমি কেলেঙ্কারির পর্দাফাঁস করল ED
বিরাট কোহলির শক্তিতে কি RCB প্লে-অফে পৌঁছবে: প্রসঙ্গত উল্লেখ্য, IPL-এর এই মরশুমে RCB ৯ টি ম্যাচ খেলেছে। যার মধ্যে তারা ৬ টিতে জিতেছে। এদিকে, প্লে-অফে খেলার যোগ্যতা অর্জনের জন্য এখন তাদের আর মাত্র ২ টি জয়ের প্রয়োজন। বর্তমানে তাদের কাছে আরও ৫ টি ম্যাচ বাকি আছে এবং ওই দলের বর্তমান ফর্ম দেখে মনে হচ্ছে পরবর্তী রাউন্ডে পৌঁছনো RCB-র পক্ষে কঠিন নয়। এদিকে, যদি এটি ঘটে, সেক্ষেত্রে কোহলির (Virat Kohli) ভূমিকা সবচেয়ে বড় হবে। কারণ তিনি দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে বিবেচিত হচ্ছেন। তাছাড়া, তিনি যে সমস্ত ম্যাচেই ভালো পারফর্ম করেছেন এবং হাফ-সেঞ্চুরি করেছেন সেই ম্যাচগুলিও বেঙ্গালুরু জিতেছে।