IPL চলাকালীনই বাজিমাত কোহলির! এই লিগে করে ফেললেন বিনিয়োগ, হবে বিপুল আয়

Published On:

বাংলা হান্ট ডেস্ক: ভারতের কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli) বর্তমানে IPL ২০২৫ নিয়ে ব্যস্ত। ইতিমধ্যেই তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করেছে। গত ২৭ মে লখনউকে হারানোর পর, RCB পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থান অর্জন করেছে। এমতাবস্থায়, কোহলি আগামী ২৯ মে কোয়ালিফায়ার-১-এ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবেন।

কোহলি (Virat Kohli) এই লিগে বিনিয়োগ করেছেন:

যদিও, ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। জানা গিয়েছে যে, কোহলি (Virat Kohli) এবার ব্যবসার দিকে মনোনিবেশ করেছেন এবং একটি নতুন লিগে অর্থ বিনিয়োগ করেছেন। মূলত, কোহলি একজন পার্টনার এবং ইনভেস্টার হিসেবে ওয়ার্ল্ড বোলিং লিগের সাথে যুক্ত হয়েছেন। তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় এই তথ্য দিয়েছেন।

কী জানিয়েছেন কোহলি: বুধবার (২৮ মে, ২০২৫) বিরাট কোহলি (Virat Kohli) সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন যে, তিনি ওয়ার্ল্ড বোলিং লিগে যোগ দিচ্ছেন। কোহলি জানান, “E1 টিম ব্লু রাইজিং-এ আদি মিশ্রের সাথে দুর্দান্ত জুটির পর, আমি আবারও ওয়ার্ল্ড বোলিং লিগে ফের টিম তৈরির উত্তেজিত। লস অ্যাঞ্জেলেস ডজার্সের সুপারস্টার মুকি বেটস এবং আরও অনেকের সাথে, আমরা ১০ কোটিরও বেশি মানুষের প্রিয় খেলাটিকে নতুন করে সংজ্ঞায়িত করছি। লক্ষ লক্ষ ভক্তকে সংযুক্ত করার জন্য প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। মজার ব্যাপার হল, আমি ১৩ বছর বয়সে বোলিং বল স্পিন শুরু করেছিলাম।”

আরও পড়ুন: মণিপুরে সরকার গড়তে ইচ্ছুক ৪৪ জন বিধায়ক! রাজ্যপালের সাথে সাক্ষাতের পর জানালেন বিজেপি নেতা

প্রসঙ্গত উল্লেখ্য যে, ওয়ার্ল্ড বোলিং লিগ (WBL) একটি নতুন প্রফেশনাল স্পোর্টস টুর্নামেন্ট। এই লিগ কোহলির (Virat Kohli) সাথে একটি অংশীদারিত্ব ঘোষণা করেছে। মূলত, কোহলি একজন কৌশলগত বিনিয়োগকারী হিসেবে এই উদীয়মান লীগে যোগ দিচ্ছেন। কোহলির ভক্ত সংখ্যা এবং ক্রীড়া জগতে তাঁর প্রভাব বিবেচনা করে বলা যেতে পারে যে এই টুর্নামেন্টটি কোহলির কাছ থেকে অনেক উপকৃত হবে। অন্যদিকে, কোহলি এই লিগ থেকে অনেক আয় করতে পারবেন। উল্লেখ্য যে, কোহলি একজন সফল ক্রিকেটার হওয়ার পাশাপাশি তিনি একজন ব্যবসায়ীও। তিনি তাঁর অর্থ বিভিন্ন ধরণের ব্যবসায় বিনিয়োগ করেছেন এবং সেখান থেকে কোটি কোটি টাকা আয় করেছেন।

আরও পড়ুন: এক মাস আগেই দিয়েছিলেন ইস্তফা! ইংল্যান্ড সফরের আগে টিম ইন্ডিয়ায় পুরনো কোচকেই ফেরাল BCCI

কোহলির লক্ষ্য এখন IPL ট্রফি: যদিও, কোহলি (Virat Kohli) অন্য একটি লিগের সাথে হাত মিলিয়েছেন এবং তাতে অর্থও বিনিয়োগ করেছেন, কিন্তু এই মুহূর্তে তাঁর একমাত্র লক্ষ্য IPL ট্রফি জয় করা। ২০২৫-এর IPL-এ কোহলি এবং তাঁর দল দুর্দান্ত পারফর্ম করেছে। RCB ১৪ টি ম্যাচের মধ্যে ৯ টিতে জিতেছে এবং লিগ পর্ব শেষ হওয়ার পর, তারা ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে। এমতাবস্থায়, আগামী ২৯ তারিখে, তারা কোয়ালিফায়ার-১-এ পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে। এদিকে, বিরাট কোহলি এই মরশুমে ১৩ টি ম্যাচে ৬০ এভারেজ এখনও পর্যন্ত ৬০২ রান করেছেন। যেখানে তাঁর স্ট্রাইক রেট হল ১৪৭।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X