বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে অসাধারণ ফর্মে রয়েছেন বিরাট কোহলি। পাকিস্তান ম্যাচের পর নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচেও ব্যাট হাতে অর্ধশতরান করেছেন তিনি। তিনি একমাত্র এমন ব্যাটার, যিনি সুপার টুয়েলভ থেকে খেলা শুরু করেও টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে রয়েছেন। এই নিয়ে কোনও সন্দেহই নেই যে এইমুহূর্তে ভারতীয় দলের সবচেয়ে ভালো ফর্মে থাকা ক্রিকেটার তিনিই।
পাকিস্তানের বিরুদ্ধে তার খেলা ইনিংসের ঘোর এখনো কাটিয়ে উঠতে পারেননি ক্রিকেটপ্রেমীরা। অতি দ্রুত চার উইকেট হারিয়ে ফেলার পর এবং প্রথম দশ ওভারে মাত্র ৪৫ রান তোলার পর যে ভঙ্গিতে হার্দিক পান্ডিয়াকে সঙ্গে নিয়ে বিরাট কোহলি ভারতকে জয় এনে দিয়েছেন, তা এই প্রজন্মের অন্য কোন ক্রিকেটার করতে পারবেন বলে কেউ বিশ্বাস করতে চান না। সকলেই তার ক্রিকেটীয় দক্ষতায় আরও একবার মুগ্ধ হয়েছেন এবং সেই তালিকায় রয়েছেন নবনির্বাচিত বিসিসিআই সভাপতি রজার বিনিও।
পাকিস্তানের বিরুদ্ধে খেলা বিরাট কোহলির ইনিংসটি সম্পর্কে কথা বলতে গিয়ে নতুন বিসিসিআই সভাপতি বলেছেন, “আমার কাছে ব্যাপারটা এখনো স্বপ্নের মতো। মেলবোর্নের মাঠে কোহলি যে দুর্দান্ত শটগুলো কিভাবে খেলছিল তা এখনো আমার মাথায় আসছে না। ভারতীয় দলের জন্য এই জয় সবসময় স্মরণীয় হয়ে থাকবে, কারণ খুব বেশি এমন দেখা যায় না যে গোটা ম্যাচ পাকিস্তান দাপিয়ে খেলছে এবং আচমকাই একজন ভারতীয় ক্রিকেটার কার্যত একার হাতে ম্যাচ ছিনিয়ে আনছেন।”
কোহলি নিজের নিন্দুকদের ভুল প্রমাণ করতে পেরেছেন কিনা, সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি বলেছেন, “এইমুহূর্তে পৃথিবীর কারোর কাছে বিরাট কোহলির কিছু প্রমাণ করার নেই।” তার এই ইঙ্গিত প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীর প্রতি কিনা, সেই নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। পাকিস্তান সমর্থকদের তৈরি করা শেষ ওভারে নো বল বিতর্ক নিয়ে কথা বলতে গিয়ে রজার বিনি বলেছেন, “যখন আপনি কোন ম্যাচ হারেন তখন আপনার সেটা ইতিবাচকভাবে নেওয়া উচিত। ভারতের যেভাবে পারফরম্যান্স করেছে সেটাকে সকলের সাধুবাদ জানানো উচিত।”
পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয়ের পর এবার তৃতীয় ম্যাচ খেলতে পার্থে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। দুর্দান্ত ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা রবিবার ভারতীয় সময় বিকেল ৪ টে বেজে ৩০ মিনিটে। জিম্বাবোয়ের বিরুদ্ধে নিশ্চিত জেতা ম্যাচ বৃষ্টির কারণে হাতছাড়া করে এসে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়েছে প্রোটিয়া শিবির। দুর্দান্ত ফর্মে থাকা কুইন্টন ডি কক, অনরিখ নোকিয়াদের কিভাবে আটকাবেন রোহিত শর্মারা তা নিয়ে তাদের বেশ কিছুটা চিন্তাভাবনা করতে হবে।