বাংলা হান্ট নিউজ ডেস্ক: প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি একটি ঘটনার জন্য সোশ্যাল মিডিয়ায় প্রবলভাবে ট্রোলড হচ্ছেন। বিরাট কোহলির এই কাজের জন্য সবাই তার উপর ক্ষিপ্ত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচের আগে জাতীয় সঙ্গীত চলাকালীন বিতর্কের জড়ান বিরাট কোহলি। তার আচরণ দেখে অনেকেই অবাক হয়ে যান।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে-তে লজ্জাজনক অবস্থায় ক্যামেরায় ধরা পড়েন বিরাট কোহলি। ম্যাচের আগে জাতীয় সঙ্গীত চলাকালীন বিরাট কোহলিকে গানের সাথে গলা না মিলিয়ে চুইংগাম চিবোতে দেখা যায়। এই ঘটনার ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে।
Chewing gum during national anthem😳.
No doubt, you are the best batsman earth has ever produced.
We ideolizes you and yes, offcourse!! Your coolness too.But this much coolness?🤷🏼♂️
Disgusting!! What example you’re setting for us king ?? @imVkohli
#INDvsSAF pic.twitter.com/UVxW81EGo7— Suryansh Suryavanshi (@Suryansh_VL) January 23, 2022
জাতীয় সঙ্গীতের অবমাননার জন্য ভক্তরা সোশ্যাল মিডিয়ায় বিরাটের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। এই সিরিজের আগেই সব ফরম্যাটেই অধিনায়কত্ব ছেড়েছেন বিরাট কোহলি। এমন পরিস্থিতিতে অধিনায়কত্বের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পর বিরাটের এমন মনোভাব ভালো লাগেনি ভক্তদের। বিরাট কোহলির ভুল নিয়ে ক্ষুব্ধ তার ভক্ত থেকে শুরু করে সমালোচকরাও। এর পর বিরাটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিসিসিআই-এর কাছে দাবিও জানান মানুষ।
এরই মধ্যে গতকাল দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজের তৃতীয় ওয়ান ডে-তে ফের হারের মুখে পড়েছে ভারতীয় দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতীয় দলকে ৩-০ ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজ ১-২ ব্যবধানে হারার পর বিরাট কোহলিও খেলার দীর্ঘতম ফরম্যাটে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান। পরবর্তী সিরিজে যাবতীয় বিতর্ক সরিয়ে ঘুরে দাঁড়াতে চাইবে ভারতীয় দল।