বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় দলের (India National Cricket Team) ক্রিকেটাররা সবসময় থাকেন খবরের শিরোনামে। খেলার মাঠের বাইরেও তাঁদের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানার জন্য উৎসাহ প্রকাশ করেন অনুরাগীরা। আর সেই কারণে তাঁরা থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই আবহেই ফের একটি মজার তথ্য সামনে এল। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল এই তথ্যটি জানিয়েছেন স্বয়ং বিরাট কোহলি।
মূলত, তিনি ভারতীয় দলে “সীতা আর গীতা”-র সম্পর্কে জানিয়েছে। এমতাবস্থায় অনেকেই মনে করতে পারেন যে, ভারতীয় দলের “সীতা আর গীতা” হয়তো বিরাট কোহলি এবং রোহিত শর্মা। কারণ, তাঁরা একসঙ্গে প্রায় ১৫ বছর ধরে খেলছেন। যদিও, বিরাট জানালেন অন্য তথ্য। তিনি মূলত, ভারতের তারকা খেলোয়াড় শুভমান গিল এবং ঈশান কিশনকেই “সীতা আর গীতা” হিসেবে অভিহিত করেছেন। একটি সাক্ষাৎকারেই এই প্রসঙ্গটি উপস্থাপিত করেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য যে, শুভমন এবং ঈশান সমবয়সি খেলোয়াড়। পাশাপাশি, তাঁরা ভারতীয় দলেও প্রায় একইসঙ্গে সুযোগ পেয়েছেন। তবে, ভারতীয় দলে শুভমন নিজের পাকাপাকিভাবে জায়গা করে ফেললেও ঈশান এখনও সেটি পারেননি। এমনকি, IPL-এর মঞ্চেও এগিয়ে রয়েছেন শুভমন। তিনি চলতি বছরে গুজরাটের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে ঈশান খেলছেন মুম্বাইয়ের হয়ে। এদিকে, ঘরোয়া ক্রিকেট না খেলার জন্য BCCI ঈশানকে বার্ষিক চুক্তি থেকেও বাদ দিয়েছে।
আরও পড়ুন: হয়ে যান সাবধান! ভারত সহ ৯২ টি দেশের iPhone ব্যবহারকারীরা রয়েছেন বিপদে, সতর্কতা জারি Apple-এর
এছাড়াও জানিয়ে রাখি যে, ২০১৯ সালে ভারতীয় দলে অভিষেক হয় শুভমনের। পাশাপাশি ঈশানের অভিষেক ঘটে ২০২১ সালে। গত দু’বছর ধরেই ভারতীয় দলে তাঁরা একসঙ্গে থাকলেও সম্প্রতি ঈশান বাদ পড়েছেন। তবে, IPL-এ এই দুই খেলোয়াড়ের অভিষেক হয় ২০১৮ সালে। যেখানে শুভমন প্রথমে KKR-এর হয়ে খেলতেন এবং ২০২১ সালে তিনি গুজরাটের হয়ে খেলতে শুরু করেন। অপরদিকে, ঈশান ২০১৮ সাল থেকেই মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন।
আরও পড়ুন: চিনকে পাত্তাই দিচ্ছে না Apple? বেমালুম বাজারে আনল সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট
কি জানিয়েছেন বিরাট: এমতাবস্থায় তাঁদের বিষয়ে বিরাট জানিয়েছেন, “ভারতীয় দলে শুভমন আর ঈশানের সম্পর্ক অনেকটা সীতা আর গীতার মতো। ওরাই জানে যে ওদের মধ্যে কী চলে। একে অপরকে ছেড়ে ওরা থাকতে পারে না। সবজায়গায় একসঙ্গে থাকে। এমনকি, বাইরে খাবার খেতে গেলেও একসঙ্গে যায়। কোথাও কোনো বিষয় নিয়ে আলোচনা হলেও, সেখানেও ওরা দু’জন একসঙ্গে থাকে। কখনও ওদের আমি একা দেখিনি। ওরা আসলে খুব ভালো বন্ধু।”