ম্যাচের আগে আবেগে ডি ভিলিয়ার্সকে জড়িয়ে ধরলেন কোহলি, চরম ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ আরসিবির জন্য কেকেআরের বিরুদ্ধে দ্বিতীয় লেগের শুরুটা মোটেই ভালো হয়নি সোমবার। বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেলের দুর্দান্ত বোলিংয়ের সামনে প্রথমে ব্যাট করতে নেমে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে ব্যাঙ্গালোরের ব্যাটিং লাইনআপ। যার জেরে মাত্র ৯২ রানে ইঅলআউট হয়ে যায় দল। জবাবে ব্যাট করতে নেমে কোন অসুবিধাই হয়নি কলকাতার। দুর্দান্ত ফর্মে থাকা শুভমান গিল এবং তরুণ ভেঙ্কটেশ আইয়ারের যথোপযুক্ত ব্যাটিংয়ে সহজেই রান তুলে নেয় তারা।

তবে এই ম্যাচটি বিরাট কোহলির জন্য ছিল একটি অত্যন্ত স্মরণীয় ম্যাচ। কাল নিজের আইপিএল ক্যারিয়ারে ২০০ তম ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন কোহলি। শুধু তাই নয় তিনিই এমন প্রথম খেলোয়াড় যিনি ২০০৮ সাল থেকে একটি ফ্রাঞ্চাইজির হয়ে এতগুলি ম্যাচ খেললেন। স্বাভাবিকভাবেই এই কৃতিত্বের জন্য তাকে শুভেচ্ছা জানান সতীর্থ খেলোয়াড়রা।

কিন্তু কোহলির দক্ষিণ আফ্রিকান সতীর্থ এবি ডি ভিলিয়ার্স যখন তাকে ‘কোহলি ২০০’ লেখা জার্সি তুলে দেন রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন রান মেশিন। আবেগে ডিভিলিয়ার্সকে জরিয়ে ধরতেও দেখা যায় তাকে। আরসিবি ম্যাচ হারলেও এই আবেগপ্রবণ দৃশ্য এখন রীতিমত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

এতোখানি আবেগপ্রবণ হয়ে পড়ার কারণও নিজেই ব্যাখ্যা করেছেন কোহলি। বিরাট বলেন, আরসিবি তাকে শুরু থেকে আজ অবধি সমর্থন করে আসছে। শুধু তাই নয় আরসিবিই তাকে সেই মনোবল দিয়েছে, যা তার যোগ্যতাকে সকলের সামনে তুলে ধরতে সাহায্য করেছে। প্রসঙ্গত উল্লেখ্য কেকেআরের কাছে ম্যাচ হারলেও এখনও প্লে অফসে যাওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে আরসিবির কাছে। আগামী ছটি ম্যাচের মধ্যে মোটামুটি তিনটে জিততে পারলেই প্লে অফস নিশ্চিত করবে তারা।

 


Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর