রোহিত শর্মার পরে বিরাট কোহলি! ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে নেটে চোট পেলেন ভারতীয় তারকা

   

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে ভারতীয় শিবিরে ফের উদ্বেগ বাড়লো। এর আগে রোহিত শর্মা নেট প্র্যাকটিস চলাকালীন চোট পেয়েছিলেন এবং অনুশীলন ছেলে মাঝপথে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। তারপর আজ নেটে অনুশীলন করার সময় চোট পেলেন বিরাট কোহলি। ভারতীয় দলের দুই অভিজ্ঞ তারকা নেট প্র্যাকটিসে চোট পাওয়ায় চিন্তায় ভারতীয় ক্রিকেট সমর্থকরা।

চলতি বছরের শেষ দিকে এসে নিজের পরিচিত ছন্দ খুঁজে পেয়েছিলেন বিরাট। এশিয়া কাপ থেকেই অনবদ্য ক্রিকেট খেলছিলেন তিনি। যদিও এশিয়া কাপের ফাইনালে পৌঁছতে ব্যর্থ হয়েছিল ভারতীয় দল। কিন্তু তাতে কোহলির ফর্মে কোন প্রভাব পড়েনি। চলতি বিশ্বকাপেও তিনি এখন সর্বোচ্চ স্কোরার। তাই আচমকা, তার চোট লাগার খবর প্রকাশ্যে আসতেই ভারতীয় শিবিরের জন্য উদ্বেগ বেড়েছিল ভক্তদের।

আজ নেটে নিজের পরিচিত ছন্দেই ব্যাটিং করছিলেন বিরাট। কিন্তু সেই সময় হর্ষল প্যাটেলের একটি শর্ট বলের বাউন্স পোস্টে ভুল করায় বলটি তার পেটে এসে লাগে। হাঁটু গেড়ে পিঠের মধ্যেই বসে পড়েন বিরাট। তবে কিছুক্ষণ পর ফের স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন তিনি। রোহিত শর্মার মত তাকে নেট ছাড়তে হয়নি। বরং কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ফের ব্যাটিং প্র্যাকটিস করে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করে তারপর স্টেডিয়াম ছাড়েন কোহলি। ভারতীয় দলের পক্ষ থেকে অফিসিয়াল কোন আপডেট ঘোষনা না করায় আশা করা যায় বিরাট সুস্থ অবস্থাতেই মাঠে নামবেন আগামীকাল।

এর আগে মঙ্গলবার থ্রো-ডাউন চলাকালীন নেটেই হাতে চোট পেয়ে মাঠ ছাড়তে যখন বাধ্য হয়েছিলেন রোহিত শর্মা, তখন জল্পনা তৈরি হয়েছিল ভারতীয় অধিনায়কের সুস্থতা নিয়ে। এই বিশ্বকাপে এমনিতেই ভালো ফর্মে নেই রোহিত। তার ওপর চোটের জন্য তিনি যদি বাদ যেতেন তাহলে সেটা ভারতীয় দলের কাছে বড় ধাক্কা হত।

কিন্তু ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে তিনি বলে গেলেন যে তিনি চোট পেয়েছিলেন ঠিকই, কিন্তু এখন তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং মাঠে নামতে তার কোনও অসুবিধা হবে না। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন যে কিছু মাস আগেই ভারতীয় দল ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে এসেছে। তবে বিশ্বকাপ সেমিফাইনালে লড়াইটা ফের শূন্য থেকেই শুরু হবে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর