অধিনায়ক এবং ব্যাটসম্যান দুটি ক্ষেত্রেই স্মিথের থেকে এগিয়ে রয়েছেন বিরাট কোহলি, বলছেন ইয়ান চ্যাপেল।

ক্রিকেটের সঙ্গে সব সময় জড়িয়ে থাকে চর্চা, তুলনা এই সবকিছু। সেই বহুদিন ধরে চলে আসছে এই বিষয়গুলি। আগে চর্চার বিষয় ছিল সচিন তেন্দুলকার এবং ব্রায়ন লারা। এই দুই ব্যাটসম্যান এর মধ্যে কে সেরা এই নিয়ে দীর্ঘদিন চর্চা চলছে, তবে এখন শচীন ও লারা অতীত। এখন চর্চার মূল তালিকায় রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং অজি ক্রিকেটার স্টিভ স্মিথ। স্মিথ এবং কোহলি এই দুই ক্রিকেটারকে নিয়ে বর্তমান ক্রিকেটে জোর চর্চা চলছে। এবার সেই চর্চায় অংশগ্রহণ করলেন প্রাক্তন অজি অধিনায়ক ইয়ান চ্যাপেল।

ইনস্টাগ্রাম লাইভ চ্যাটে ইয়ান চ্যাপেল কে প্রশ্ন করা হয়েছিল বিরাট কোহলি এবং স্টিভ স্মিথ এর মধ্যে সেরা কে? তুলনা করতে গিয়ে কোনরকম রাখঢাক করলেন না করেই তিনি একদম চুপচাপ ভাবে দুজনের মধ্যে কে সেরা সেই উত্তর দিলেন। সেই সাথে চ্যাপেল জানিয়ে দিলেন সেরা অধিনায়ক কে?

73773344fb682f9f06a9d901cf12ee9e1882a4deccd5cec1ffd45ec06533e0d8d969fb4d

সেই প্রশ্নের পরে প্রশ্নকর্তাকে পাল্টা প্রশ্ন করে চ্যাপেল জানতে চেয়েছেন ব্যাটসম্যান হিসাবে নাকি অধিনায়ক হিসাবে। প্রশ্নকর্তা বললেন আপনার ইচ্ছা তার জবাবে ইয়ান চ্যাপেল জানিয়েছেন অধিনায়ক এবং ব্যাটসম্যান দুটি ক্ষেত্রে আমার কাছে সেরা হচ্ছে ভারত অধিনায়ক বিরাট কোহলি। ইয়ান চ্যাপেল জানিয়েছেন বিরাটের মধ্যে এমন একটা প্রতিভা রয়েছে যার সাহায্যে ক্রিকেটের তিনটি ফরম্যাটে সমান দক্ষতার সাথে খেলতে পারে বিরাট কোহলি। সেই কারণে স্টিভ স্মিথের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে বিরাট কোহলি।

Udayan Biswas

সম্পর্কিত খবর