বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ সংযুক্ত আরব আমিরশাহির দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে কিন্তু দুর্ভাগ্যবশত ভারত সেই ফাইনালে অনুপস্থিত। শ্রীলঙ্কা এবং পাকিস্তানের কাছে সুপার ফোর পর্যায়ে হারের মুখোমুখি হয়েছিল ভারত। সেই দুই দলই আজ ফাইনালে মুখোমুখি হচ্ছে একে অপরের। সবচেয়ে আশ্চর্য ব্যাপার যে ফাইনালের আগে টুর্নামেন্টের সর্বোচ্চ রান স্কোরার এবং সর্বোচ্চ উইকেট টেকার ভারতীয় দলে থাকলেও তাদেরকে সুপার ফোর পর্যায় থেকেই বিদায় নিতে হয়েছে।
ভুবনেশ্বর কুমার চলতি টুর্ণামেন্টে পাঁচ ম্যাচে ১১ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকার শীর্ষে রয়েছেন। তারপরেই রয়েছেন পাক স্পিনার মহম্মদ নওয়াজ (৮)। কিন্তু ভুবির ডেথ বোলিং ভারতকে দুটি ম্যাচে ডুবিয়েছিল। এই আফসোস কাটছে না ভারতীয় সমর্থকদের। শ্রীলঙ্কা এবং পাকিস্তান দুই দলের বিরুদ্ধেই সুপার পর্যায়ে মূলত ভূমির ডেথ বোলিংয়ের কারণেই ম্যাচ হারতে হয়েছে ভারতীয় দলকে।
ভারতীয় সমর্থকদের আফসোস আরো বাড়ছে কারন বিরাট কোহলি নিজের দীর্ঘদিনের অফফর্ম কাটিয়ে এই প্রতিযোগিতায় নিজের সেরা ছন্দে ফিরেছেন। ২৭৬ রান করে তিনি প্রতিযোগিতার সর্বোচ্চ রানসংগ্রাহ্ক। তার পেছনে রয়েছেন পাক ওপেনার মহম্মদ রিজওয়ান (২২৬)। আজ অবশ্য ফাইনালে কোহলিকে টপকে যাওয়ার সুযোগ থাকছে তার সামনে। হংকং এবং পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে অর্ধশতরান করেছিলেন বিরাট কোহলি। আফগানিস্তানের বিরুদ্ধে করেছিলেন নিজের টি-টোয়েন্টি কেরিয়ারের প্রথম এবং আন্তর্জাতিক ক্রিকেটের ৭১ তম শতরান। তবে এশিয়া কাপের ফাইনালে না পৌঁছলেও কোহলির আত্মবিশ্বাস ফিরে আসাটা একটা প্রাপ্তি ভারতীয় দলের কাছে। এই কথাটি স্বীকার করলেন স্বয়ং বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
এশিয়া কাপ থেকে ভারতের দ্রুত বিদায় প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিরাট কোহলির প্রসঙ্গ আসে। তার সঙ্গে নিজের তুলনা কথা উঠলে সৌরভ জানান, “ও আলাদা প্রজন্মের, আমিও আলাদা প্রজন্মের। দুজনের মধ্যে তুলনা হওয়া উচিত না। কিন্তু গুণগত মানের দিক দিয়ে ও আমার চেয়ে বেশ কিছুটা এগিয়ে। একটা সময় আসবে যখন ও আমার থেকেও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলবে। এবং পরিসংখ্যানের দিক দিয়ে আমার চেয়ে বহুগুণ এগিয়ে থাকবে।”
প্রসঙ্গত বিরাট কোহলি যে এশিয়া কাপে ফর্মে ফিরবেন এই কথা প্রথম বলেছিলেন বিসিসিআই সভাপতি। বিরাট কোহলির অফফর্ম প্রসঙ্গে তাকে এশিয়া কাপের আগে প্রশ্ন করা হলে সৌরভ বলেছিলেন, “বিরাটদের মত খেলোয়াড়দের ফর্মে ফিরতে বেশি সময় লাগে না. খুব সম্ভবত এই এশিয়া কাপেই বড় রান পেতে চলেছেন কোহলি।” তার সেই কথাই অবশেষে সত্যি হয়ে দাঁড়িয়েছে।